Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Health

3 weeks ago

Health Tips: শিশুর ত্বকের যত্নে বাবা-মায়ের ৭টি সাধারণ ভুল, যা এড়ানো জরুরী, জেনে নিন বিস্তারিত

Baby Care Tips
Baby Care Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শিশুদের ত্বক অত্যন্ত কোমল ও সংবেদনশীল। পরিবেশগত পরিবর্তন, শুষ্ক আবহাওয়া, ধুলোবালি কিংবা দূষণের প্রভাবে শিশুদের ত্বকে সহজেই সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে শীতকালে ত্বক শুষ্ক হয়ে যাওয়া, র‍্যাশ, চুলকানি বা অ্যালার্জির মতো সমস্যা বেড়ে যায়। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, অনেক সময় বাবা-মায়েরা অজান্তেই কিছু ভুল করেন, যা শিশুর ত্বকের দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে। তাই শিশুদের ত্বকের সঠিক যত্নে সচেতন হওয়া জরুরি।

চলুন জেনে নেওয়া যাক, শিশুদের ত্বকের যত্নে যে ৭টি সাধারণ ভুল এড়িয়ে চলা উচিত—

১. অনেক বাবা-মা শিশুদের ত্বকে প্রাপ্তবয়স্কদের স্কিনকেয়ার ব্যবহার করেন। এই পণ্যগুলি শিশুদের সংবেদনশীল ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। এতে শক্তিশালী রাসায়নিক, অ্যালকোহল এবং কৃত্রিম সুগন্ধি থাকে। এই উপাদানগুলি শিশুর ত্বকের প্রতিরক্ষা স্তর নষ্ট করে দিতে পারে। শিশুদের জন্য বিশেষভাবে তৈরি হাইপোঅ্যালার্জেনিক পণ্য ব্যবহার করা অপরিহার্য।

২. শিশুদের সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে সুরক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। সানস্ক্রিন ব্যবহার থেকে বিরত থাকা একটি বড় ভুল। সূর্যের ইউভি রশ্মি শিশুদের ত্বক মারাত্মকভাবে ক্ষতি করে, যা সানবার্ন এবং ভবিষ্যতে ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়ায়। মেঘলা দিনেও কমপক্ষে এসপিএফ ৩০-যুক্ত ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করা উচিত। প্রতি দুই ঘণ্টা পর পর তা পুনরায় লাগানো প্রয়োজন।

৩. শিশুদের খুব ঘন ঘন স্নান করাবেন না। অতিরিক্ত গরম জল ব্যবহার করাও ক্ষতিকর। এতে ত্বকের প্রাকৃতিক তেল সরে যায়। ফলে ত্বক শুষ্ক হয়ে যায়। সামান্য গরম বা ঈষদুষ্ণ জলে স্নান করানো ভালো এবং স্নানের সময় তা সীমিত পরিমাণে ব্যবহার করা উচিত।

৪. অনেকে মনে করেন শিশুদের নরম ত্বকের অতিরিক্ত হাইড্রেশন বা আর্দ্রতার প্রয়োজন নেই। কিন্তু স্নানের পর ময়শ্চারাইজার ব্যবহার না করলে ত্বক শুষ্ক হয়ে ওঠে। একটি মৃদু ময়েশ্চারাইজার ব্যবহার করলে আর্দ্রতা বজায় থাকে। এটি শুষ্কতা এবং একজিমার মতো সমস্যা প্রতিরোধে সাহায্য করে।

৫. বাবা-মায়েরা প্রায়শই র‍্যাশ বা একজিমার মতো ছোটখাটো সমস্যাকে উপেক্ষা করেন। ত্বকের কোনও সমস্যা যদি দীর্ঘস্থায়ী হয়, তবে দ্রুত শিশু বিশেষজ্ঞ বা চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। সময়মতো চিকিৎসা না করলে সমস্যাটি আরও বেড়ে যেতে পারে।

৬. সুগন্ধিযুক্ত প্রসাধনী শিশুর অ্যালার্জির প্রধান কারণ। বডি ওয়াশ বা সুগন্ধি লোশনে থাকা তীব্র সুগন্ধি ডার্মাটাইটিস বা একজিমার সমস্যা বাড়াতে পারে। আইএফআরএ (IFRA) সার্টিফায়েড অ্যালার্জেন-মুক্ত সুগন্ধিযুক্ত পণ্য ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।

৭. চিকিৎসকের পরামর্শ ছাড়া র‍্যাশের জন্য ওভার-দ্য-কাউন্টার (OTC) লোশন ব্যবহার করা উচিত নয়। বিশেষ করে স্টেরয়েড ক্রিমগুলি শিশুদের ত্বকে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। এতে সমস্যা বাড়তে পারে। র‍্যাশ বা অন্য কোনও উপসর্গ (যেমন জ্বর) দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন।

You might also like!