Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Game

6 days ago

2026 Sports Calendar: ২০২৬ সালে ক্রীড়াঙ্গনে যত গুরুত্বপূর্ণ ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট, কবে কখন শুরু হবে

Sports Schedule 2026
Sports Schedule 2026

 

নয়াদিল্লি, ২ জানুয়ারি  : ২০২৬ সালটি ক্রীড়াপ্রেমীদের খুবই গুরুত্বপূর্ণ। কারণ ফুটবল ও ক্রিকেটের বিভিন্ন শীর্ষস্থানীয় ক্রীড়া টুর্নামেন্ট এই বছরেই হবে। ক্রিকেট ও ফুটবলের কী কী টুর্নামেন্ট থাকছে।

অনূর্ধ্ব ১৯ আইসিসি পুরুষদের বিশ্ব কাপ:

আইসিসি আন্ডার-১৯ পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নেবে। ৫০ ওভারের টুর্নামেন্ট।

আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্ব কাপ ক্রিকেট:

ক্রিকেটের সবচেয়ে আলোচিত ইভেন্টগুলোর মধ্যে একটি হলো আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপ ২০২৬, যা ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটি ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। মোট ২০টি দল অংশ নেবে। ফরম্যাটে গ্রুপ স্টেজ, সুপার ৮ ও তারপর সেমি-ফাইনাল ও ফাইনাল থাকবে।

আইসিসি মহিলাদের টি-টোয়েন্টি বিশ্ব কাপ:


মহিলাদের ক্রিকেটের গ্লোবাল ইভেন্ট আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৬। চলবে ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসে। এতে মোট ১২টি দল খেলবে এবং ফাইনাল হবে ৫ জুলাই লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।

ফিফা বিশ্বকাপ ২০২৬:

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় ইভেন্ট ফিফা বিশ্বকাপ। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটি আমেরিকা, কানাডা ও মেক্সিকো মিলিয়ে তিনটি দেশে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ ১৯ জুলাই অনুষ্ঠিত হবে।

ফিফা অনূর্ধ্ব ২০ মহিলা বিশ্বকাপ:

ইউথ ফুটবলে বড় একটি আসর হচ্ছে ফিফা অনূর্ধ্ব ২০ মহিলা বিশ্বকাপ। ৫ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত পোল্যান্ডে অনুষ্ঠিত হবে। এতে ২৪টি দল অংশগ্রহণ করবে।

You might also like!