Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Life Style News

5 days ago

Vastu Tips: রান্নাঘরে নুন–হলুদ পাশাপাশি রাখলে কী বিপদ? জানুন বাস্তুশাস্ত্র-র মতামত

kitchen Vastu Tips
kitchen Vastu Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সংসারের সুখ-শান্তি ও আর্থিক সমৃদ্ধি অনেকাংশেই নির্ভর করে রান্নাঘরের ওপর—এমনটাই মনে করেন বাস্তুশাস্ত্রবিদরা। বাস্তু মতে, হেঁশেল শুধু রান্নার জায়গা নয়, এটি ঘরের শক্তির মূল কেন্দ্র। এখানে অন্নপূর্ণার বাস বলে বিশ্বাস করা হয়। তাই রান্নাঘরের প্রতিটি নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তুবিদদের মতে, রান্নাঘরের অতি প্রয়োজনীয় দুটি উপাদান নুন ও হলুদ কখনওই পাশাপাশি রাখা উচিত নয়। কারণ, বাস্তু মতে নুন নেতিবাচক শক্তি শোষণ করে, অন্যদিকে হলুদ শুভ শক্তি ও সমৃদ্ধির প্রতীক। এই দুই বিপরীত শক্তির উপাদান একসঙ্গে রাখলে ঘরের ইতিবাচক শক্তির ভারসাম্য নষ্ট হতে পারে।

কেন এই সতর্কতা?

নুন এবং হলুদ—দুইয়েরই গুণ ও বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। নুন মূলত শক্তির প্রতীক। এটি মানুষের মন ও আবেগের ওপর প্রভাব ফেলে। অন্যদিকে, হলুদ হল শুভ এবং সমৃদ্ধির চিহ্ন। যেকোনো ধর্মীয় কাজে বা পুজোয় হলুদের গুরুত্ব রয়েছে। এই দুটি জিনিস যখন খুব কাছাকাছি বা এক জায়গায় রাখা হয়, তখন তাদের শক্তির মধ্যে সংঘাত শুরু হয়। যার নেতিবাচক প্রভাব সরাসরি পড়ে বাড়ির সদস্যদের ওপর।

গ্রহের সংযোগ ও প্রভাব-

জ্যোতিষ শাস্ত্র বলছে, নুনের ওপর চন্দ্র ও শুক্রের প্রভাব থাকে। নুন ঠিকভাবে না রাখলে সদস্যদের মেজাজ খিটখিটে হতে পারে। আবার হলুদের সঙ্গে যুক্ত দেবগুরু বৃহস্পতি। হলুদকে সম্মান ও পবিত্রতার সঙ্গে রাখা জরুরি। নুন ও হলুদের এই অসম অবস্থান গ্রহের অশুভ যোগ তৈরি করতে পারে।

পরিবারে কী কী ক্ষতি হতে পারে?

১. অহেতুক ঝগড়া ও মানসিক উত্তেজনা বৃদ্ধি পায়।

২. সদস্যদের মধ্যে অস্থিরতা ও খিটখিটে ভাব দেখা দেয়।

৩. কাজে অনীহা ও মনঃসংযোগের অভাব ঘটে।

৪. সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হতে পারে।

গৃহশান্তি বজায় রাখতে আজই আপনার রান্নাঘর গুছিয়ে তুলুন। নুন ও হলুদকে আলাদা স্থানে রাখুন। ছোট এই বদলই আপনার সংসারে ফিরিয়ে আনতে পারে খুশির আমেজ।

You might also like!