Breaking News
 
Nabanna: নাইট শিফটে মহিলা কর্মীদের সুরক্ষায় গাইডলাইন আনতে চলেছে রাজ্য সরকার, প্রস্তুত খসড়া প্রস্তাব! President Droupadi Murmu to visit West Bengal: কল্যাণী এইমসের সমাবর্তনে যোগ দিতে আজ বাংলায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যাবেন দক্ষিণেশ্বরেও! New York shooting: মিডটাউন ম্যানহাটনে বন্দুকবাজের হামলায় নিহত ৪, মৃতদের মধ্যে পুলিশ অফিসারও; আততায়ী নিকেশ! CM Mamata Benerjee: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী, বোলপুর প্রশাসনিক বৈঠকে উন্নয়নের রূপরেখা স্থির! Thailand-Cambodia Conflict: দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্তেজনার বিস্ফোরণ — থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের! Russian Plane Crash: আকাশেই অদৃশ্য, পরে ধ্বংসস্তূপে মিলল নিখোঁজ রুশ বিমান –৫০ যাত্রীর হতাহতের আশঙ্কা!

 

Health

2 years ago

রোবোটিক সার্জারিতে হাঁটু পাল্টিয়ে ফিরে আসুন জীবনের স্বাভাবিক ছন্দে

Robotic Knee replacement(Feature Image)
Robotic Knee replacement(Feature Image)

 

প্রশ্নঃ অস্টিওআর্থ্রাইটিস কোন ধরনের অসুখ?
ডাঃ সন্তোষ কুমারঃ অস্টিওআর্থ্রাইটিস হাড়ের ক্ষয়জনিত রোগ। সাধারণত বয়স পঞ্চাশ হয়ে গেলে এই রোগের প্রকোপ দেখা যায়। কিন্তু অনেক সময়েই বয়স চল্লিশ থেকেই বিভিন্ন অস্থি সন্ধিতে হাড়ের ক্ষয় শুরু হয়। তবে হাঁটু ও হিপ জয়েন্টের মত শরীরের ভার বহনকারী সব থেকে বড় জয়েন্ট দুটি এই রোগের কবলে পড়লেই মানুষ বিপদে পড়েন। ব্যথার কষ্ট বাড়লে একসময় স্বাভাবিক জীবন ব্যাহত হয়। হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস হলে হাঁটুর অস্থি সন্ধির ভিতরে বিশেষ দুটি কার্টিলেজ ক্ষয়ে যেতে শুরু করে। ক্ষয়ে যাওয়া হাড় নার্ভরুটে চাপ দিলেই ব্যথার সৃষ্টি হয়। রোগের তীব্রতা ও হাড়ের ক্ষয়ের প্রকৃতি অনুসারে অস্টিওআর্থ্রাইটিসকে স্টেজ ওয়ান থেকে স্টেজ ফোর এই চার ভাগে ভাগ করা হয়। হাড়ের এই ক্ষয় কোনওভাবেই পূরণ হয় না বলে নি-জয়েন্ট রিপ্লেসমেন্ট বা হাঁটু প্রতিস্থাপন এর একমাত্র স্থায়ী সমাধান।

প্রশ্নঃ অস্টিওআর্থ্রাইটিস বোঝা যায় কি করে?
ডাঃ সন্তোষ কুমারঃ সকালে ঘুম থেকে ওঠার পর আধ ঘন্টা বা তারও বেশি হাঁটু ব্যথায় শক্ত হয়ে থাকলে বা সিঁড়ি ভাঙলে হাঁটুতে ব্যথা হলে, শুলেও হাঁটুতে ব্যথা করলে, হাঁটুর ব্যথায় ঘুম না এলে বা ঘুম ভেঙে গেলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। তিনি আপনার হাঁটু বিভিন্নভাবে পরীক্ষা করবেন। আপনার হাঁটুর ধরণ দেখবেন। হাঁটু কতটা ভাঁজ করতে পারছেন সেটাও দেখবেন। এরপরে চিকিৎসক প্রয়োজনে এক্স-রে দেখে হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস সম্পর্কে নিশ্চিত হবেন।


প্রশ্নঃ অস্টিওআর্থ্রাইটিসের কারণ কি?
ডাঃ সন্তোষ কুমারঃ অস্টিওআর্থ্রাইটিস রোগ কিছুটা বংশগত। তার সাথে বয়স, ওবেসিটি, স্মোকিং, ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের অভাব, এইসব কারণেও অস্টিও আর্থ্রাইটিসের রিস্ক ফ্যাক্টর। সাধারণত মধ্য বয়সে এই রোগ দেখা দেয়। তবে ছোট থেকে খেলাধূলা, শারীরিক পরিশ্রম করে পেশীকে শক্তিশালী করলে ও নিজের ওজন ঠিক রাখলে অনেক সময়েই অস্টিওআর্থ্রাইসকে দূরে রাখা যায়। আবার আর্থ্রাইটিস, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস কিংবা কন্ডোম্যালেশিয়া প্যাটেলারের মতো অসুখ থেকেও অস্টিওআর্থ্রাইটিস হতে পারে।

প্রশ্নঃ রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্টের সুবিধা কি?
ডাঃ সন্তোষ কুমারঃ রোবোটের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স মুহূর্তের মধ্যে মিলিমিটারের কয়েক সহস্রাংশ পর্যন্ত হিসাব করে সিদ্ধান্ত নিতে পারে বলে প্রস্থেসিসের ফিটিংস সাধারণ কম্পিউটারাইজড সার্জারির থেকে বহুগুন বেশি নিখুঁত হয়। আবার সূক্ষ ও সঠিকভাবে কাটা হয় বলে রক্তপাতও কম হয়, ফলে পোস্ট অপারেটিভ পেনও কমে যায়। ফলে রোগী দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। অন্যদিকে চোখের থেকে অনেক বেশি পর্যবেক্ষণ করতে পারে বলে প্রস্থেসিসের অ্যালাইনমেন্ট সাধারণ সার্জারি থেকে একশো শতাংশ সঠিক হয়, প্রস্থেসিসের আয়ুও বাড়ে। তাই হাঁটুর ব্যথায় হতাশ না হয়ে চিকিৎসকের পারমর্শে হাঁটু প্রতিস্থাপন শ্রেয়।

প্রশ্নঃ এই রিপ্লেসমেন্টের খরচ কি মধ্যবিত্তের সাধ্যমত হয়?
ডাঃ সন্তোষ কুমারঃ সাধারণ ও রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্টের খরচ এখন মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই সীমাবদ্ধ। দুটি হাঁটু একইসঙ্গে পাল্টালে খরচ আরও কম পড়ে। এছাড়া মেডিক্লেমের সুবিধাও আছে। সুতরাং ব্যথায় কষ্ট না পেয়ে উন্নত চিকিৎসার সুযোগের সদ্ব্যবহার করাই শ্রেয়।

You might also like!