দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এক সময়ের বলিউড সেনসেশন তনুশ্রী দত্ত অভিনয় থেকে বিরতি নিয়েছেন বহু বছর। তবে এরমাঝে মিটু বিতর্কে সরব হয়ে জনসমক্ষে এসেছিলেন অভিনেত্রী। এবার ফের একবার সোশাল মিডিয়ায় নিজের জীবনের কঠিন পরিস্থিতি নিয়ে মুখ খুললেন তিনি। মঙ্গলবার একটি ভিডিও পোস্ট করেন তনুশ্রী দত্ত সেখানেই তিনি জানান ঠিক কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন।
তনুশ্রী কাঁদতে কাঁদতে বলেন, ‘‘আমাকে নিজের বাড়িতেই হেনস্থার শিকার হতে হচ্ছে। সেই ২০১৮ সাল থেকে চলছে। আর পারছি না। আমি পুলিশকে ফোন করেছি। তাঁরা এসে বললেন থানায় গিয়ে লিখিত অভিযোগ জমা দিতে। হয়তো কাল যাব থানায় লিখিত অভিযোগ জমা দিতে। গত পাঁচ বছর ধরে হেনস্থার শিকার আমি। আমার শরীর খুব খারাপ। বাড়িতে কোনও সাহায্যের লোক নেই। একাই সব কাজ করি। কেউ আমাকে সাহায্য করুন।’’ কাতর অনুরোধ তনুশ্রীর। সমাজমাধ্যমে অনেকেই তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। যদিও বাড়ির মধ্যে কে বা কারা তাঁকে হেনস্থা করছে সেই বিষয়ে খোলসা করে কিছু জানাননি অভিনেত্রী।
২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ়’ ছবি মুক্তির সময় থেকে। এই ছবিতে একটি গানের দৃশ্যে তনুশ্রীর একা অভিনয় করার কথা ছিল। চিত্রনাট্যে এমনই ছিল বলে জানান অভিনেত্রী। কিন্তু পরে সেই দৃশ্যে নিয়ে আসা হয় নানা পটেকরকেও। এই গানের শুটিং-এর সময়ই নাকি অভিনেতা নানা, অভিনেত্রী তনুশ্রীর সঙ্গে শারীরিক ভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন। নাচ শেখানোর নামে নাকি শারীরিক ভাবে হেনস্থা করার চেষ্টা করেছিলেন নানা। পরবর্তীকালে অভিনেতা সংবাদমাধ্যমের কাছে ঘটনাটি প্রসঙ্গে বলেন, “আমি জানতাম এই অভিযোগ মিথ্যা। তাই আমি মাথা গরম করিনি। আর এ অনেক পুরনো কথা। আর এগুলি নিয়ে কথা বলারও প্রয়োজন নেই।’’