Health

1 year ago

Dengue: রাজ্য জুড়ে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, ক্রমেই বাড়ছে আতঙ্ক

Dengue Situation of West Bengal
Dengue Situation of West Bengal

 

কলকাতা,১৬ অক্টোবর : বর্ষা শেষ হয়ে হাতছানি দিচ্ছে শীত। কিন্তু তবুও গত কয়েকদিন ধরেই ক্রমাগত থাবা চওড়া করছে ডেঙ্গু । কলকাতা বিভিন্ন জায়গায় প্রকোপ বেড়েছে ডেঙ্গুর ।

সবে বর্ষাকাল গিয়েছে । এই সময়েও বারবার বঙ্গোপাসাগরে মাথাচাড়া দিচ্ছে নিম্নচাপ। ফলে দফায় দফায় বৃষ্টিতে ভিজছে রাজ্য । ইতিমধ্য়েই বেশ কিছু জেলায় থেকে মিলেছে ডেঙ্গি আক্রান্তদের মারা যাওয়ার খবরও । বৃষ্টির সময় বিভিন্ন জায়গায় জল জমে, সেখানেই মশার জন্ম হয়। ফলে এমন পরিস্থিতিতে ডেঙ্গি থেকে বাঁচতে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা । এখনও পর্যন্ত রাজ্যের ৩১ হাজার মানুষ ডেঙ্গুর কবলে পড়েছেন । উদ্বেগজনক পরিস্থিতি উত্তর ২৪ পরগনার রাজারহাট ও দেগঙ্গায় । এই পরিস্থিতিতে ময়দানে নেমেছে কলকাতা পুরসভা । প্রচার চালানো হচ্ছে ডেঙ্গি সচেতনতায় ।

You might also like!