ওয়াশিংটন, ৯ আগস্ট : মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা ফি বাড়ছে। ট্রাম্প প্রশাসনের নয়া নীতির জেরে এই মাসুল বাড়ছে প্রায় ২৫০ মার্কিন ডলার। এর নাম দেওয়া হয়েছে ‘ভিসা ইনটিগ্রিটি ফি’। কেবল ভারত নয়, মেক্সিকো, চিন, ব্রাজিলের আবেদনকারীদেরও এই বাড়তি অর্থ দিতে হবে। এর আওতায় পড়বেন পড়ুয়া, ব্যবসায়ী, ‘নন ইমিগ্রেন্ট ভিসা’-র আবেদনকারীরা। তবে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্টের ভিসা মুকুবের সুবিধাপ্রাপ্ত দেশগুলোর আবেদনকারীদের সুপোগ অব্যাহত থাকবে। এই দেশগুলোর মধ্যে আছে ইওরোপের সিংহভাগ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার গুটিকয় দেশ।
মার্কিন পর্যটন মন্ত্রকের একাংশের আশঙ্কা নয়া ভিসা ফি-র জন্য ওদেশে আসা বিদেশিদের সংখ্যা কমতে পারে। যদিও সরকারের এক আধিকারিক সেই আশঙ্কা অমূলক বলে মনে করেন। তাঁর দাবি, ওই বাড়তি ফি-র কিছুটা মার্কিন সফর শেষে সংশ্লিষ্ট পর্যটক পেয়ে যাবেন। এছাড়া, ২০২৬-এর বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশের স্বীকৃতি পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্রে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে ওয়াকিবহাল মহলের অনুমান।