Health

1 year ago

Pumpkin Flower Benefits:'কুমড়ো ফুল' বহুবিধ গুণের আধার - নিয়মিত কুমড়ো ফুল খান ও বহু রোগকে দূরে রাখুন

Pumpkin Flower Benefits
Pumpkin Flower Benefits

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আমাদের দেশের রান্না ঘরে কুমড়ো যতটা প্ৰচলিত, কুমড়ো ফুল কিন্তু ততটা প্ৰচলিত নয়। কুমড়ো ফুলকে আমরা ব্রাত্য করেই রেখেছি। অথচ পুষ্টিতত্ত্ববিদেরা বলছেন, কুমড়ো ফুল বহু গানের আধার। কুমড়ো ফুলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি, কার্ব, প্রোটিন, ফাইবার, কপার, ফোলেট, ভিটামিন এ, ম্যাগনেশিয়াম, ভিটামিন সি, আয়রন সহ একাধিক জরুরি উপাদান। আর এই সকল উপাদানগুলিই একত্রিত হয়ে কুমড়ো ফুলকে এক অত্যন্ত উপকারী খাবারে পরিণত করে। কিন্তু আপনি কি জানেন কুমড়োর পাশাপাশি এর হলুদ ও সুন্দর ফুলও গুণের খনি। এই ফুলটি খেতেও সুস্বাদু। এই ফুলের পুষ্টিগুণ সম্পর্কে বলতে গেলে, কুমড়োর ফুলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন, মিনারেল। আর এভাবেই এই ফুল আমাদের অনেক রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। তাহলে চলুন বিস্তারিত জেনে নেই কুমড়োর ফুল খেলে আমাদের স্বাস্থ্যের কতটা উপকার হয়।

  কুমড়ো ফুল খাওয়ার উপকারিতা-


১) কুমড়োর ফুলে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সর্দি-কাশির মতো সমস্যা থেকে আমরা দূরে রাখে। এর সঙ্গে, এটি শরীরে আয়রনের শোষণকে ত্বরান্বিত করে, যার ফলে শরীর ইতিমধ্যেই যে কোনও ধরণের সংক্রমণ থেকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকে।


২) কুমড়োর ফুল খেলে শরীর থেকে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস সংক্রমণের সমস্যা দূর হয়। গরমকালে প্রায়ই সংক্রমণের আশঙ্কা থাকে। এমন পরিস্থিতিতে কুমড়োর ফুল খাওয়া খুবই উপকারী। কুমড়ো ফুল আপনাকে যে কোনও রোগ থেকে আরোগ্য করতে অনেক সাহায্য করতে পারে।


৩) পাচনতন্ত্রেও উপকার পাওয়া যায় কুমড়োর ফুল। পাচনতন্ত্রের উন্নতি ঘটে কারণ এতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার পাওয়া যায়। এটি খেলে পেটে ভারী হওয়া, বদহজম গ্যাসের মতো সমস্যা দূর হয়।


৪) কুমড়ো ফুল ভিটামিন এ সমৃদ্ধ, যা দৃষ্টিশক্তির উন্নতির জন্য উপকারী বলে মনে করা হয়। শুষ্ক চোখের সমস্যায়ও এটি খাওয়া উপকারী। রাতকানা রোগের মতো সমস্যায়ও নিয়মিত কুমড়োর ফুল খেলে উপকার পাওয়া যায়।


৫) কুমড়ো ফুল হাড়ের উপকার করে। কারণ এতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে যা হাড়কে মজবুত করে। অস্টিওপোরোসিস রোগেও এটি উপকারী। এ ছাড়া এটি দাঁতকে মজবুত করে।



You might also like!