Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Health

8 months ago

Guillain Barre Syndrome: নতুন আতঙ্ক গুলেন বারি সিনড্রোম! দুশ্চিন্তা সরিয়ে মেনে চলুন কয়েকটি টিপস

Guillain Barre Syndrome (Symbolic picture)
Guillain Barre Syndrome (Symbolic picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সম্প্রতি দেখা দিয়েছে নতুন একটি রোগ। যার নাম গুলেন বারি সিনড্রোম। বিরল এই রোগে সাধারণ মানুষের মধ্যে বেশ আতঙ্কের সৃষ্টি হয়েছে। এমনকি এই স্নায়ুরোগে বাংলায় বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যাও বাড়ছে ক্রমশ। তবে  রাজ্য স্বাস্থ্যদপ্তরের তরফে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবুও দুশ্চিন্তা কাটছেনা কিছুতেই। ইতিমধ্যেই বিশেষজ্ঞরা নানান পরামর্শ দিয়েছেন। তার মধ্যে অন্যতম হল বেশ কিছু খাবার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে, যেমন,

১) এই সময় একেবারেই বাইরের খাবার খাবেন না। বিশেষত রাস্তার ধারে বিক্রি হওয়া কাটা ফল খাওয়া থেকে বিরত থাকতেই বলছেন তাঁরা।

২) যেকোনও জায়গা থেকে জল পান করতেও বারণ করছেন বিশেষজ্ঞরা।

৩) এই সময় পনীর, চিজ জাতীয় দুধজাত খাওয়াদাবার না খাওয়াই ভালো। ভাতও বেশি না খাওয়ার কথাই বলছেন বিশেষজ্ঞরা।

৪) প্যাকেটজাত মাছ, মাংস জাতীয় খাবারদাবারও এই সময় কম খেতে বলছেন বিশেষজ্ঞরা।

মেনে চলুন আরও কয়েকটি টিপস, 

১) গুলেন বারি সিনড্রোম বা জিবিএসের কামড় থেকে বাঁচতে অবশ্যই হাত পরিষ্কার রাখতে হবে। বিশেষজ্ঞদের পরামর্শ, খাওয়ার আগে হাত ধুতে হবে। 

২)  জনবহুল এলাকায় যাতায়াতের সময় মাস্ক ব্যবহার করতে বলছেন বিশেষজ্ঞরা। যদিও গুলেন বারি সিনড্রোম ছোঁয়াচে নয়। আক্রান্ত ব্যক্তির স্পর্শ থেকে এই রোগ অন্যের শরীরে বাসা বাঁধতে পারে না। 

৩) কোন রূপ উপসর্গ দেখা দিলে দ্রুততার সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। সর্বোপরি সঠিক পথ্য সেবনই বিরল এই স্নায়ুর রোগ থেকে মুক্তি দিতে পারে। 

You might also like!