Health

1 year ago

Grapes : আঙ্গুরে খেতে পছন্দ করেন! বহু রোগের নিরাময় সম্ভব এই ফলে, জেনে নিন এর গুনাবলী

Grapes Benefites
Grapes Benefites

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফলের বাজারে চোখ ফেরালে দেখা যায় থোকা থোকা লাল , সবুজ , কালো আঙুরের পসরা। এই ফলে রয়েছে বিপুল পরিমান ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট। যা না না ভাবে আপনার শরীরের  আভ্যন্তরীন যত্ন নিতে সাহায্য করে। জানলে অবাক হবেন গবেষণায় জানা গিয়েছে স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতেও বর্তমান সময়ে এই ফলের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বর্তমান সময়ে।  

এছাড়া ও এই ফলের না না গুনাবলী রয়েছে, জেনে নিন 

*আঙ্গুরে থাকা ফাইটো কেমিকেল মানব শরীরের ত্বকের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে 

*এতে ভিটামিন সি বজায় থাকায় শরীরের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে 

* আঙ্গুরে প্রচুর পরিমাণে জিঙ্ক ও ম্যাঙ্গানিজের মতো খনিজ দ্রব্য থাকায় তা আমাদের শরীরের হাড়ের গঠনে সাহায্য করে 

* এই ফলটিতে প্রচুর পরিমাণে টরোস্টেলবেন নামক এক যৌগের উপস্থিতি থাকায় তা সহজেই আমাদের শরীরে কোলস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং রক্ত সঞ্চালনের ভারসাম্যহীনতা বজায় রাখতে সাহায্য করে। 

You might also like!