Health

2 years ago

Covid Update in India : কোভিড-সংক্ৰমণ বেড়ে ৯-হাজারের ঊর্ধ্বে; ভারতে ৩৬ জনের মৃত্যু, সুস্থতার হার ৯৮.৫৭ শতাংশ

India reports 9,062 fresh cases
India reports 9,062 fresh cases

 

নয়াদিল্লি, ১৭ আগস্ট : ভারতে ফের ঊর্ধ্বমুখী করোনাভাইরাসের সংক্ৰমণ, এবার দেশে ৯-হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯,০৬২ জন। মৃত্যুর সংখ্যাও একটু বেড়েছে। মঙ্গলবার সারাদিনে মৃত্যু হয়েছে ৩৬ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ০৫ হাজার ০৫৮-তে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ০৬২ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ০৫ হাজার ০৫৮-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২৪ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২৫ লক্ষ ৯০ হাজার ৫৫৭ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ২,০৮,৫৭,১৫,২৫১ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩৬ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৭,১৩৪ জন (১.১৯ শতাংশ)। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৬,৫৪,০৬৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৫৭ শতাংশ। দেশে দৈনিক সংক্রমণের হার কমে ২.৪৯ শতাংশে পৌঁছেছে।


You might also like!