কলকাতা, ৬ আগস্ট : বুধবার ভোররাতে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। ক্যানিং থেকে কাকদ্বীপে মুষলধারে বৃষ্টি হয়েছে। স্বস্তির বৃষ্টির সৌজন্যে মনোরম হয়ে উঠেছে আবহাওয়া, বুধবার সকালে কলকাতায় পারদ নেমেছে অনেকটাই। তবে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন তাপমাত্রা মূলত বাড়তে পারে। বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তিও। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই অস্বস্তি বাড়বে।
মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত— এই দুইয়ের প্রভাবে আগামী কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃষ্টি এখনই থামবে না উত্তরবঙ্গেও। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। শুক্রবার পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় চলবে বিক্ষিপ্ত বৃষ্টি।