শিলিগুড়ি, ৬ আগস্ট : শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্ত থেকে ট্রাকের নিচে লুকিয়ে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি যুবককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক বাংলাদেশি যুবকের নাম জীবন রায়। তিনি বাংলাদেশের রংপুর জেলার বাসিন্দা। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে বিএসএফ এই তথ্য জানিয়েছে। বিএসএফ জানিয়েছে, বিএসএফ জওয়ানরা ট্রাকের চালক রঞ্জিত ওরাওঁকেও আটক করেছে। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য তাদের দুজনকেই এনজেপি থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।
জানা গেছে, ভুটানের নম্বর প্লেটযুক্ত পাথর বোঝাই একটি ট্রাক বাংলাদেশে পাথর খালাসের পর ফুলবাড়ির ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ভারতে প্রবেশ করছিল। মঙ্গলবার ফুলবাড়ি সীমান্তে নিয়মিত তল্লাশির সময় বিএসএফ জওয়ানরা ট্রাকটি তল্লাশি করে। সেই সময় গাড়ির নিচে বসে থাকা এক যুবককে দেখতে পায়। যুবককে ট্রাকের নিচে থেকে বের করে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায়, সে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করছিল।