
পাটনা, ২৪ অক্টোবর : দুর্নীতি ও অপরাধ-মুক্ত বিহার গড়ে তোলার আশ্বাস দিলেন মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী যাদব বলেন, "আমরা ভাঙা, খণ্ডিত অথবা মিথ্যা প্রতিশ্রুতি দিই না। আমরা যা বলি তা করব। তেজস্বী যাদব যদি মুখ্যমন্ত্রী হন, তাহলে বিহারের মানুষও মুখ্যমন্ত্রী হবেন। আমরা বিহারকে অপরাধ ও দুর্নীতিমুক্ত করব।"
আরজেডি নেতা তেজস্বী যাদব আরও বলেন, "প্রধানমন্ত্রী নিজেই নীতিশ কুমারের ৫৫টি কেলেঙ্কারির তালিকা করেছেন। কী ব্যবস্থা নেওয়া হয়েছে? যখন কেলেঙ্কারি হচ্ছে এবং কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তখনই জঙ্গলরাজ। বিহারে এমন কোনও দিন নেই যেখানে গুলি, খুন, লুটপাট, ধর্ষণ, অপহরণের ঘটনা ঘটে না। উত্তর প্রদেশে সারা দেশের মধ্যে অপরাধের হার সবচেয়ে বেশি। বিহার দ্বিতীয় স্থানে। সারা দেশের শীর্ষ পাঁচটি বিজেপি শাসিত রাজ্যে অপরাধের হার সবচেয়ে বেশি। তারা সেখানে কী করছে? তারা কেবল সংস্থাগুলির অপব্যবহার করতে চায়। তারা গুজরাটে কারখানা স্থাপন করবে এবং বিহারে জয় চাইবে; এটা ঘটবে না।"
