Health

1 year ago

Papaya Benefits:রোজ পাতে থাকুক এক টুকরো পেঁপে, দূর হবে একাধিক সমস্যা

Papaya
Papaya

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাঠেঘাটে বেড়ে ওঠা অত্যন্ত উপকারী এক ফল হল পেঁপে। এর গুণের ফিরিস্তি জানলে চোখ কপালে উঠতে বাধ্য হবে। তাই নিয়মিত এই ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। তবে আমাদের মধ্যে অনেকেই এর গুণ সম্পর্কে সন্দিহান। ফলে পাকা পেঁপের মতো একটি অত্যন্ত উপকারী ফলও দের পছন্দের ফলের তালিকার বাইরে থেকে যায়।

পুষ্টিবিজ্ঞানীরা জানাচ্ছেন, পাকা পেঁপে হল পুষ্টির ভাণ্ডার। এতে রয়েছে ফোলেট, ভিটামিন এ, ম্যাগনেশিয়াম, কপার, ফাইবার এবং প্যান্টোথেনিক অ্যাসিডের মতো উপকারী সব উপাদানের ভাণ্ডার। এছাড়া এই ফল নিয়মিত খেলে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন কে, ক্যালশিয়াম ও কিছু উপকারী অ্যান্টিঅক্সিডেন্টও মিলবে। তাই দেহের পুষ্টির ঘাটতি মেটাতে এর জুড়ি মেলা ভার।

তাই আর দেরি না করে পাকা পেঁপের একাধিক গুণ সম্পর্কে জেনে নিন। গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার পর আপনিও  পেঁপের প্রেমে পড়ে যাবেন।

   জাপানের একটি গবেষণার রিভিউ পত্রে প্রকাশ পেয়েছে, কাঁচা বা পাকা পেঁপে -

 ১) শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

 ২) পেঁপেতে থাকা কাইমোপ্যাপিন আর্থরাইটিস প্রতিরোধ করে।

 ৩) কোষ্ঠিকাঠিন্য দূর করে।

 ৪) দৃষ্টি শক্তি বাড়ায়।

 ৫) পেঁপেতে থাকা প্যাপিন শরীরের বিভিন্ন যন্ত্রনা দূর করতে সাহায্য করে।

   সামগ্রিকভাবে পেঁপে একটা অত্যন্ত উপকারী ফল ও সবজি।তাই প্রতিদিন খাদ্যতালিকায় অল্প করে পেঁপে রাখুন।


You might also like!