দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঘন,কালো,মজবুত চুল চান! তাঁর জন্য চুলেরও পুষ্টির প্রয়োজন। চুলই যখন ঝরতে শুরু করে,তখনই দেখা দেয় সমস্যা। প্রথমে অল্প চুল পড়তে শুরু করলেও পরে অনেক চুল ঝরার সমস্যা বাড়তে থাকে । চুলে পুষ্টির অভাব হলেই চুল পড়তে শুরু করে। চুলে পুষ্টির জোগান দিতে অবশ্যই আপনাকে হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে।এই দুই হেয়ার মাস্ক চুলে লাগালে আপনি পেতে পারেন ঘন মজবুত চুল-
কলা ও ডিমের হেয়ার মাস্ক: কলায় থাকা পটাশিয়াম চুলের গ্রোথ বাড়ায়। ডিমে থাকা প্রোটিন চুলকে মজবুত করে।
একট কলা এবং ডিমের সাদা অংশ নিয়ে প্রথমে ভালো করে কলা চটকে নিয়ে এর মধ্যে ডিমের সাদা অংশ মিশিয়ে নিন।তারপর মাথায় এই মিশ্রণটি মেখে এক থেকে দুই ঘন্টা এই মাস্কটি রেখে দিন। তারপর শ্যাম্পু করে ধুয়ে নিন।এই হেয়ার প্যাকটি চুলের জন্য খুবই উপকারী।
মেথি বীজের হেয়ার মাস্ক: মেথির মধ্যে থাকা আন্টিঅক্সিডেন্ট চুলের স্বাস্থ্য ভালো রাখতে পারে। চুল হয় ঘন,কালো এবং মজবুত।
এক্ষেত্রে চুলের দৈর্ঘ্য অনুযায়ী পরিমাণ মতো মেথি দুই কাপ জলে মিশিয়ে নিন।তারপর মিক্সিতে এই মিশ্রণটি পেস্ট করে মাথার ত্বক সহ চুলে লাগান। দুই ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে নিন।