Health

1 year ago

Health Tips: বাজার করে এনে ভুলেও একসঙ্গে রাখবেন না এই খাবারগুলো

heath
heath

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাজার করে এনে ভুলেও একসঙ্গে রাখবেন না এই খাবারগুলো বাজার থেকে ফলমূল আর শাকসবজি এনে তা একসঙ্গে ফ্রিজে রাখেন অনেকেই। একদিন যেতে না যেতেই সেই শাকসবজি আর ফলমূলের তরতাজা ভাব নষ্ট হয়ে যায়। এর কারণ হচ্ছে কিছু কিছু শাকসবজি ও ফলমূল একসঙ্গে রাখা যায় না। তাই জেনে রাখুন বাজার করে এনে একসঙ্গে রাখবেন না কোন খাবারগুলো


আলু ও মিষ্টি আলু

আলু বা মিষ্টি আলুর মতো শেকড় সবজি আলাদা আলাদা কাগজের ব্যাগে ভরে রাখুন। এই দুই ধরনের আলুর মধ্যেই প্রচুর খাদ্যগুণ রয়েছে। ফ্রিজে এগুলি না রাখাই ভালো। বরং অল্প পরিমাণে কিনে অন্ধকার শুকনো জায়গায় রাখুন।


আপেল ও কমলালেবু

সব ফল কখনই একসঙ্গে ফলের ঝুড়িতে রাখবেন না। বিশেষ করে আপেল ও কমলালেবু একসঙ্গে না রাখাই ভালো। তবে কোনো প্লাস্টিকের ব্যাগেও ফল রাখবেন না।


কুমড়ো ও আপেল

কুমড়া ও আপেল এই দুটি একসঙ্গে রাখবেন না। আপেল ও নাসপাতি কুমড়ো নষ্ট করে দিতে পারে। তাই অবশ্যই এই বিষয়টি নজরে রাখুন।


শসা ও টমেটো 

 শসা অন্য কোনো সবজি বা ফল কিছুর সঙ্গেই রাখা ঠিক নয়। তরমুজ, কলা বা টমেটোর সঙ্গে শসা রাখলে এক ধরনের এনথেলিন গ্যাস সৃষ্টি হয়। যা সহজে সবজি নষ্ট করে দিতে পারে। তাই শসা সবসময় আলাদা করে ফ্রিজে রাখুন।




You might also like!