Breaking News
 
AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী! Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা!

 

Game

4 weeks ago

WTC Final 2025, SA vs AUS: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল,প্রথম দিনেই দক্ষিণ আফ্রিকা- অস্ট্রেলিয়া জমজমাট লড়াই

South Africa vs Australia World Test Championship Final 2025
South Africa vs Australia World Test Championship Final 2025

 

কলকাতা, ১২ জুন  : লর্ডসে বুধবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনাল ছিল এক ঘটনাবহুল উদ্বোধনী দিন। উদ্বোধনী দিনে ১৪ উইকেট পড়েছে। অস্ট্রেলিয়ার পেস ত্রয়ী - মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউড - বল হাতে কাগিসো রাবাদার উজ্জ্বলতা বাতিল করার জন্য তাণ্ডব চালাচ্ছে। প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার রাবাদা ৫ উইকেট নেওয়ার পর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শেষ সেশনে চারবার আঘাত হানে, স্টার্ক দুটি, প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউড একটি করে উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে পাল্টা আঘাত করেছে। প্রোটিয়ারা স্টাম্পসে ৪৩/৪ করেছে। অস্ট্রেলিয়ার চেয়ে তারা ১৬৯ রানে পিছিয়ে আছে। ব্যাট করছে বাভুমা(৩) ও বেডিঙহাম(৮)।

দক্ষিণ আফ্রিকা টসে জিতে অষ্ট্রেলিয়াকে ব্যাটিং করতে পাঠায়। দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে মাত্র ২১২ রানে অলআউট করে দেয়। কাগিসো রাবাদা ৫১/৫ উইকেট শিকার করেন। মার্কো জ্যানসেনও তিনটি উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে একমাত্র উল্লেখযোগ্য অবদানকারী ছিলেন স্টিভ স্মিথ (৬৬) এবং বিউ ওয়েবস্টার (৭২)।

You might also like!