Country

4 days ago

Shibu Soren Health Update: শিবু সোরেনের স্বাস্থ্য স্থিতিশীল, দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা

Shibu Soren
Shibu Soren

 

রাঁচি, ২ জুলাই : রাজ্যসভার সাংসদ শিবু সোরেনের স্বাস্থ্য স্থিতিশীল। তিনি দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন। ৮১ বছর বয়সী শিবু সোরেনের কিডনি সহ অনেক গুরুতর রোগ রয়েছে। তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ার পর তাঁকে রাঁচি থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিধায়ক কল্পনা সোরেন এবং বসন্ত সোরেন গত বেশ কয়েকদিন ধরে দিল্লিতে রয়েছেন। তাঁরা গুরুজির স্বাস্থ্যের উপর নজর রাখছেন। ঝাড়খণ্ডের নেতারা দিল্লিতে হেমন্ত সোরেনের সঙ্গে নিয়মিত দেখা করছেন এবং শিবু সোরেনের স্বাস্থ্যের খবর নিচ্ছেন। ঝাড়খণ্ডের বিভিন্ন স্থানে তাঁর দ্রুত আরোগ্যের জন্য বিশেষ প্রার্থনা করা হচ্ছে।

You might also like!