Game

2 months ago

IPL 2025: অনেক রেকর্ডে নাম লেখালেন সূর্যবংশী

Vaibhav Suryavanshi
Vaibhav Suryavanshi

 

কলকাতা, ২৯ এপ্রিল :গতকাল আইপিএলে গুজরাটের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েছেন রাজস্থানের ১৪ বছর বয়সি বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। তিনি স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি হাঁকানোর বিশ্বরেকর্ড গড়লেন। এর পাশাপাশি আরও অনেক রেকর্ডে নাম লিখিয়েছেন এই বিস্ময়বালক।

বিস্ময় বালকের রেকর্ড :

**মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি ভারতীয় ব্যাটারদের মধ্যে আইপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটাও করলেন বৈভব। আইপিএলে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে সবার ওপরে আছেন ক্রিস গেইল।

**বৈভবের ১০১ রানের ইনিংসে আছে ৭টি চার এবং ১১টি ছক্কা। রাজস্থানের হয়ে এক ইনিংসে ১১টি ছক্কার মারার কীর্তি নেই কারওর। এতদিন সাঞ্জু স্যামসনের ১০টি ছক্কাই ছিল সর্বোচ্চ। তবে আইপিএলে ভারতীয় ব্যাটারদের মধ্যেও যৌথভাবে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারলেন বৈভব। মুরালি বিজয়ের ১১ ছক্কার রেকর্ড এতদিন ছিল এককভাবে সর্বোচ্চ।

**আইপিএলে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম ইনিংসে সেঞ্চুরি হাঁকালেন বৈভব সূর্যবংশী। নিজের তৃতীয় ইনিংসে এই সেঞ্চুরি করলেন তিনি। এর আগে চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করার এই রেকর্ডটা ছিল মানিষ পান্ডে, পল বালথাঠি এবং প্রিয়ানশ আরিয়ার দখলে।

You might also like!