সান্তিয়াগো, ২১ এপ্রিল :চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট থেকে বিদায় নেওয়ার পর প্রথমবার মাঠে নেমে সান্তিয়াগো বের্নাবেউয়ে রবিবার রাতে লা লিগার ম্যাচটি আথলেতিক বিলবাওয়ের বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে লিগ টেবিলে বার্সিলোনার সঙ্গে ব্যবধান চার পয়েন্টে নামিয়ে আনল কার্লো আনচেলত্তির দল। ম্যাচের সাত মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান গড়ে দেন ভালভের্দে। বক্সে বিলবাও বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সেই বল পেয়ে ডান পায়ের দুর্দান্ত ভলিতে জাল খুঁজে নেন উরুগুয়ের এই তারকা। গোলের পর উল্লাসে মেতে ওঠেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা।
আথলেতিক বিলবাওকে হারিয়ে বার্সিলোনার সঙ্গে ব্যবধান চার পয়েন্টে কমিয়ে আনল কার্লো আনচেলত্তির দল।নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে অংশ নিতে পারেননি এমবাপে। তবে সতীর্থদের সমর্থন দিতে বের্নাবেউয়ের স্ট্যান্ডে ছিলেন এই ফরাসি তারকা। ৩২ ম্যাচে ২১ জয় ও ৬ ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে বার্সিলোনা।