
ওয়ারশ, ১৫ নভেম্বর : প্রথমার্ধে গোল হজম করার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল নেদারল্যান্ডস। পোল্যান্ডের বিপক্ষে মূল্যবান পয়েন্ট তুলে নিয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকেট পাওয়ার কাছাকাছি পৌঁছে চলে গেল রোনাল্ড কুমানের দল।পোল্যান্ডের মাঠে শুক্রবার রাতে বাছাইপর্বের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। কামিনস্কি স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান মেমফিস ডিপাই। সাত ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে নেদারল্যান্ডস। সমান ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে পোল্যান্ড। গ্রুপের বাকি তিন দল ফিনল্যান্ড (১০ পয়েন্ট), মাল্টা (৫ পয়েন্ট) ও লিথুয়ানিয়ার (৩ পয়েন্ট) বিদায় নিশ্চিত হয়ে গেছে।
বাছাইয়ের শেষ রাউন্ডে আগামী সোমবার ঘরের মাঠে লিথুয়ানিয়ার বিপক্ষে ড্র করলেই মূল পর্বের টিকেট নিশ্চিত হয়ে যাবে ডাচদের। এমনকি হারলেও সুযোগ থাকবে তাদের, কেননা পোল্যান্ডের (৬) চেয়ে গোল ব্যবধানে অনেক এগিয়ে আছে ডাচরা (১৯)। ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে গ্রুপের শীর্ষ দল সরাসরি খেলবে বিশ্বকাপে, রানার্সআপকে পেরিয়ে আসতে হবে প্লে-অফের বাধা।
