Breaking News
 
Giriraj Singh on Mamata Banerjee: :‘বিহার জিতছি, এবার বাংলা টার্গেট’, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের হুঙ্কার; পাল্টা মুখ খুলল তৃণমূলও Bihar Assembly ElectionLIVE UPDATE: ভোটের ফলে মুখ থুবড়ে পড়ল তেজস্বী যাদব! আরজেডির গড়েই পিছিয়ে লালুপুত্র, কংগ্রেসের ভরাডুবি Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে

 

Game

1 hour ago

India vs South Africa, 1st Test Day 1: শুক্রবার শুরু ভারত -দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ, গিলের সামনে যেসব রেকর্ড ভাঙার সুযোগ

Jasprit Bumrah celebrates with teammates
Jasprit Bumrah celebrates with teammates

 

কলকাতা, ১৪ নভেম্বর : শুক্রবার থেকে ইডেনে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই টেস্ট সিরিজে বেশকিছু রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতের অধিনায়ক শুভমান গিল। চলতি বছরের জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয় গিলের। ইংল্যান্ডের বিপক্ষে সেই সিরিজটি ড্র করে ভারত। সেই সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন গিল। এখনও পর্যন্ত অধিনায়ক হিসেবে ৭ টেস্টে ১৩ ইনিংসে গিল করেছেন ৯৪৬ রান। আর মাত্র ৫৪ রান করতে পারলেই অধিনায়ক হিসেবে ভারতের হয়ে দ্রুততম এক হাজার রানের রেকর্ড গড়বেন তিনি। এত দিন এই রেকর্ড ছিল কিংবদন্তি সুনীল গাভাস্কারের দখলে।

এদিকে গিল আরেকটি সেঞ্চুরি করলে আরেকটি রেকর্ড গড়বেন। অধিনায়ক হিসেবে এক বছরে ভারতের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটি তাঁর দখলে চলে যাবে। ২০১৭ সালে কোহলি টেস্ট অধিনায়ক হিসেবে এক বছরে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন। গিলও এরই মধ্যে পাঁচটি সেঞ্চুরি করেছেন। তাছাড়া, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে আর দুটি সেঞ্চুরি করতে পারলে গিল করবেন আরও একটি রেকর্ড। তিনি ছুঁয়ে ফেলবেন শচীন টেন্ডুলকারের রেকর্ড। ভারতের হয়ে এক বছরে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির রেকর্ড টেন্ডুলকারের। দক্ষিণ আফ্রিকা সিরিজে তিন সেঞ্চুরি করলে গিল এই রেকর্ড ভাঙবেন।

এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে গিলের রয়েছে সর্বোচ্চ রানের রেকর্ড। এখনও পর্যন্ত ২,৮৩৯ রান করেছেন তিনি। আর মাত্র ১৬১ রান করতে পারলেই টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিন হাজার রান স্পর্শ করবেন গিল। শুধু পাকিস্তানের বাবর আজমই রয়েছেন এই তালিকায়।

You might also like!