Game

1 month ago

Jai Shah:আইসিসি-র চেয়ারম্যান হিসাবে মেয়াদ শুরু জয় শাহর

Jai Shah
Jai Shah

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জয় শাহ আনুষ্ঠানিকভাবে  আইসিসি চেয়ারম্যান হিসেবে তার মেয়াদ শুরু করেছেন। তার প্রথম বিবৃতিতে, তিনি লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি এবং মহিলা ক্রিকেটের বৃদ্ধিকে ত্বরান্বিত করা নিয়ে অগ্রাধিকার দেন। শাহ আগামিদিনের সুযোগ সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং খেলাধূলার বৈশ্বিক সম্ভাবনার উপর জোর দিয়েছেন।এক বিবৃতিতে জয় শাহ বলেন, “আইসিসি চেয়ারম্যানের ভূমিকা নিতে পেরে আমি সম্মানিত এবং আইসিসি পরিচালক ও সদস্য বোর্ডের সমর্থন ও বিশ্বাসের জন্য কৃতজ্ঞ।"জয় শাহ গ্রেগ বার্কলে-এর স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি নভেম্বর ২০২০ থেকে আইসিসি-এর নেতৃত্ব দেন৷

You might also like!