Game

1 month ago

Javier Mascherano: লিওনেল মেসির প্রাক্তন সতীর্থ জাভিয়ের মাশ্চেরানোকে নতুন কোচ হিসেবে নিয়োগ করলো ইন্টার মিয়ামি

Javier Mascherano
Javier Mascherano

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রাক্তন বার্সেলোনা এবং আর্জেন্টিনা সতীর্থরা দেওয়ার একত্রিত হয়েছে, ইন্টার মিয়ামি  ঘোষণা করেছে ক্লাবের নতুন কোচ হিসাবে নিয়োগ করা হচ্ছে জাভিয়ের মাশ্চেরানোকে। জেরার্ডো "টাটা" মার্টিনোনোর জায়গায় এলেন মাশ্চেরানো।

মাশ্চেরানো অতি সম্প্রতি আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দল এবং অলিম্পিক কোচ ছিলেন। তিনি তিন বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন এবং তার কাজের কাগজপত্র সম্পন্ন হলে দায়িত্ব গ্রহণ করবেন।মাশ্চেরানো বলেছেন, "ইন্টার মিয়ামির মতো একটি ক্লাবের নেতৃত্ব দিতে পারা আমার জন্য সম্মানের, এবং আমি বিশেষাধিকার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।"

You might also like!