ক্রাইস্টচার্চ, ১ ডিসেম্বর : ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনে জয়ের জন্য রবিবার ১০৪ রানের লক্ষ্য পায় ইংল্যান্ড। এই লক্ষ্য তাড়া করতে নেমে বাজবল ক্রিকেট খেলে রেকর্ড গড়ে জয় পেয়েছে ম্যাককলামের শিষ্যরা। ১২.৪ ওভারে ইংল্যান্ড এই রান তুলে নেয় ৮ উইকেটে, রানরেট ৮.২১। এর আগে একশোর বেশি রান তাড়ায় সবচেয়ে দ্রুততম জয় ছিল ওয়েস্ট ইন্ডিজের। ১৯৮৩ সালে ভারতের বিপক্ষে ওভারপ্রতি ৬.৮২ রান তুলে জিতেছিল তারা।
এই জয়ের ফলে ইংল্যান্ড তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ ও ১৪ ডিসেম্বর।