Game

1 month ago

Gerd Mulle death anniversary : ১৫ আগস্ট বিশ্ব ফুটবলের কিংবদন্তি গার্ড মুলারের মৃত্যুদিন

Gerd Mulle  (symbolic picture)
Gerd Mulle (symbolic picture)

 

কলকাতা, ১৪ আগস্ট : গেরহার্ড " গার্ড " মুলার একজন জার্মান পেশাদার ফুটবলার। ১৫ আগস্ট বিশ্ব ফুটবলের এই কিংবদন্তি ফুটবলারের মৃত্যুদিন। তিনি একজন দুর্দান্ত স্ট্রাইকার। বিশেষ করে ছয়-গজ বক্সের মধ্যে থেকে তাকে আটকানো কঠিন ছিল।তাকে খেলাধুলার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ গোলদাতা হিসেবে গণ্য করা হয়। ক্লাব এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের সঙ্গে তিনি ফিফা বিশ্বকাপ, উয়েফা চ্যাম্পিয়ন লিগ এবং ব্যালন ডি'অর জয়ী নয় জন খেলোয়াড়ের মধ্যে একজন।

মুলার আন্তর্জাতিক পর্যায়ে ৬২টি ম্যাচে ৬৮টি গোল করেছেন, ৭৪টি ইউরোপীয় ক্লাব খেলায় ৬৫টি গোল করেছেন, ৪২৭ বুন্দেসলিগা ম্যাচে ৩৬৫ গোল করেছেন। আজও তিনি সেই লিগের রেকর্ড হোল্ডার হয়েই আছেন। ১৯৭০ সালে ইউরোপিয়ান ফুটবলার অফ দ্য ইয়ার নির্বাচিত হন মুলার। ১৯৭০–এর বিশ্বকাপে গোল্ডেন বুট পেয়েছিলেন তিনি। আর ওই বছরেই পেয়েছিলেন ব্যালন ডি'অর। ১৯৭২ সালে, তিনি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এবং ফাইনালে দুটি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। ১৯৭৪ ফিফা বিশ্বকাপে ৪টি গোল করেন, যার মধ্যে ফাইনালে জয়ী গোলটিও ছিল। আজও বিশ্বকাপে সর্বকালের গোল করার রেকর্ডটি (১৪ গোল) ধরে রেখেছেন। ১৯৯৯ সালে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস দ্বারা অনুষ্ঠিত ইউরোপিয়ান প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি নির্বাচনে মুলার নবম স্থানে ছিলেন এবং এই সংস্থা দ্বারা শতাব্দীর সেরা খেলোয়াড় নির্বাচনে তিনি ১৩ তম ভোট পেয়েছিলেন। ২০০৪ সালে, পেলে বিশ্বের সেরা জীবিত খেলোয়াড়দের ফিফা ১০০ তালিকায় মুলারের নাম রেখেছেন। ১৫ আগস্ট ২০২১-এ আলঝাইমার রোগে ভুগে ৭৫ বছর বয়সে উলফ্র্যাটশাউসেনের একটি নার্সিং হোমে মারা যান তিনি।

You might also like!