স্ট্যামফোর্ড : ৪ ম্যাচ হাতে রেখেই প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করে ফেলেছে লিভারপুল। সেই লিভারপুলকে ‘গার্ড অব অনার’ দেওয়ার ঘোষণা দিয়েছে চেলসি।স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির মুখোমুখি হবে আর্না স্লটের দল চেলসি। সেই খেলা শুরু হওয়ার আগেই চ্যাম্পিয়ন প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শন করবে চেলসি।
চেলসি কোচ এন্টসো মারেস্কার মতে, প্রতিপক্ষকে প্রাপ্য সম্মান দিলে নিজের দলের ফুটবলাররাও উজ্জীবিত হবে ভালো পারফরম্যানস করতে। এমন সম্মান পাওয়ার জন্য তারাও ভালো খেলতে উদ্বুদ্ধ হবে। প্রিমিয়ার লিগে ক্লাবগুলোর চ্যাম্পিয়নদের ‘গার্ড অব অনার’ দেওয়ার কোনও বাধ্যবাধকতা নেই। তবে এটা বেশ কিছু ক্লাবই করে থাকে। তাই কোচ মারেস্কা বলছেন, রবিবার লিভারপুলকে সম্মান জানাতে কিক-অফের আগে তার শিষ্যরা সারিবদ্ধ হয়ে মাঠে দাঁড়াবে।