Festival and celebrations

6 months ago

Dol purnima 2024: দোল পূর্ণিমা তিথির স্নান দানের শুভ সময় কখন? জানুন

Dol purnima 2024 (File Picture)
Dol purnima 2024 (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে ভগবান বিষ্ণু ও চন্দ্র দেবের পুজো করা হয়। এছাড়া এই দিনে স্নান ও দান করারও বিশেষ তাৎপর্য রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে দোল পূর্ণিমার শুভ সময়ে স্নান করা এবং দান করলে শুভ ফল পাওয়া যায়। এছাড়াও ব্যক্তি ভগবান বিষ্ণুর আশীর্বাদ পান। আসুন, জেনে নেওয়া যাক দোল পূর্ণিমার কোন শুভ সময়ে স্নান করে দান করা উচিত।

জুলাই মাসে পূর্ণিমা গুরু পূর্ণিমা, আষাঢ় পূর্ণিমা, সোমবার জুলাই ০২, রাত ০৮:২১ - ০৩ জুলাই, বিকেল ০৫:০৮

পঞ্চাঙ্গ মতে, দোল পূর্ণিমা তিথি শুরু হবে ২৪ মার্চ সকাল ৯টা ৫৪ মিনিটে শুরু হবে। এই তিথি ২৫ মার্চ দুপুর ১২ টা ২৯ মিনিটে শেষ হবে। এমন পরিস্থিতিতে আগামী ২৫ মার্চ পালিত হবে দোল পূর্ণিমা।


You might also like!