Festival and celebrations

1 year ago

Durga Puja 2023: সময়ে অধরা বৃষ্টি! পুজোর আগে কপালে দুশ্চিন্তার ভাঁজ পদ্ম চাষিদের

Godess Durga (File Picture)
Godess Durga (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আর মাত্র দুটি সপ্তাহ পেরিয়ে গেলেই সূচনা ঘটবে দেবীপক্ষের। সেই মত, প্রাক পুজো মরশুমে চলছে প্রস্তুতি। তবে মাতৃ আরাধনার অপরিহার্য পদ্মফুল। বলা হয় অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে সন্ধিপুজোয় লাগে ১০৮ টি পদ্ম। 

তবে এবার পদ্ম চাষিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। সময় অনুযায়ী বর্ষার দেখা মেলেনি এবছর। আর আবহাওয়ার এই খামখেয়ালিপনাতেই নাকি পদ্মর বাজার খারাপ, এমনটাই বলছেন হুগলীর একাংশ পদ্ম চাষিরা। হুগলির পান্ডুয়া ব্লকের বেড়েলা, কোচমালি, বৈঁচি, চারাবাগান, খন্যান, গোয়ারা, পাঁচগড়া, বৈঁচি গ্রাম সহ বিভিন্ন এলাকায় একরের পর এক জলাশয়ে হয় পদ্ম চাষ। প্রায় শতাধিক পদ্ম চাষি রয়েছেন এই ব্লকে। 

পুজোর জন্য পদ্মের জোগান দিয়ে থাকেন পান্ডুয়ার পদ্ম চাষীরা। এনাদের মধ্যে অনেকেই ঋণ নিয়ে চাষ করে থাকেন। পদ্ম বিক্রি হওয়ার পর সেই ঋণ শোধ হয়ে যায়। তবে এবছর ছবিটা অনেকটাই অন্যরকম। 

চাষিদের একাংশের অভিমত, সময়ে হয়নি বৃষ্টি তাই জলাশয়গুলিতে পর্যাপ্ত জল ছিল না। গাছ তৈরি হতে সময় নিয়েছে। এখন আবার বেশি বৃষ্টি হওয়ায় পদ্মের কুঁড়ি সেভাবে হচ্ছে না। ফলে উৎপাদন মার খাচ্ছে।

You might also like!