Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Festival and celebrations

2 years ago

Durga Puja 2023 : শহরের একাধিক পুজো মণ্ডপ পরিদর্শনে পুলিশ, দমকল

Durga Puja at Kolkata (Collected)
Durga Puja at Kolkata (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটা ডেস্কঃ পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে, হাতে গোনা আর কয়েক দিন শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, শহর জুড়ে তারই তোড়জোড় এখন তুঙ্গে।মঙ্গলবার সকাল থেকে কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) সন্তোষ পাণ্ডে মোট ৯টি মন্ডপ পরিদর্শন করেছেন। তাঁর সঙ্গে ছিলেন দমকল এবং কলকাতা পুরসভা ও কলকাতা ট্র্যাফিক পুলিশের আধিকারিকেরা।  

এ দিন বেলা সাড়ে ১১টায় বাদামতলা আষাঢ় সঙ্ঘের মণ্ডপে পৌঁছন পুলিশকর্তারা। সেখান থেকে দেশপ্রিয় পার্ক।বাদামতলা আষাঢ় সঙ্ঘের মণ্ডপে ঢোকার ব্যবস্থাটা এখানে এমন থাকে যে, প্রায় আড়াই কিলোমিটার ঘুরতে হয়। প্রতি বছর এ নিয়ে দর্শনার্থীরা অভিযোগ করেন।বিষয়টি দেখার আশ্বাস দেন সন্তোষ পাণ্ডে।দেশপ্রিয় পার্কের পরে একডালিয়া হয়ে কসবায় পৌঁছন পুলিশকর্তারা। বোসপুকুর তালবাগান এবং শীতলা মন্দিরের পুজো মণ্ডপ পরিদর্শন করেন তাঁরা। 

অতিরিক্ত ভিড় সামলাতে বোসপুকুর তালবাগানের তরফ থেকে অতিরিক্ত স্বেচ্ছাসেবক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও উত্তরের একাধিক মণ্ডপ ঘুরে সন্তোষ মিত্র স্কোয়ারে যান যুগ্ম নগরপাল। গত বারের মতো কোনও ‘লেজার শো’ এ বছরও হচ্ছে কি না, তা দেখা হয়। প্রসঙ্গত, গত বছর এই পুজোর লেজার শো-কে কেন্দ্র করে ভিড় নিয়ন্ত্রণে দর্শনার্থীদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করে পুলিশ। বন্ধ করা হয় আলো। যুগ্ম নগরপাল (সদর) বলেন, ‘‘দর্শনার্থীদের সুরক্ষার ব্যবস্থা আছে কি না, দেখা হয়েছে। কিছু জায়গায় নির্দেশ দেওয়া হয়েছে। পুজোকর্তারাও কিছু অনুরোধ করেছেন। আমরা সব দেখে সমস্যা সমাধানের চেষ্টা করছি।’’

You might also like!