Festival and celebrations

11 months ago

Durga Puja 2023 : রাজ্যের সেরা পুজোকে ‘বাঙালিয়ানা পুরস্কার’ দেবেন রাজ্যপাল

C V Anand Bose(File Picture)
C V Anand Bose(File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলার সেরা দুর্গাপুজো মণ্ডপকে ‘বাঙালিয়ানা পুরস্কার’ দেবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দশমীতে ওই পুজো কমিটিকে ৫ লক্ষ টাকা দেওয়া হবে। রাজভবনের দাবি, এই পুরস্কারের জন্য কোনও সরকারি অর্থ ব্যয় করা হবে না।বৃহস্পতিবার রাজভবনের তরফ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। বাংলার সেরা পুজো কমিটিকে দেওয়া হবে ‘বাঙালিয়ানা পুরস্কার’। সেরা পুজো কোনটি, তা বেছে নিতে পারবেন সাধারণ মানুষই। রাজভবনের তরফে দেওয়া aamnesaamne.rajbhavankolkata@gmail.com এই মেল আইডির মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন আগ্রহী পুজো কমিটির সদস্যরা।

রাজ্য সরকারের পাশাপাশি রাজভবনের তরফেও দুর্গাপুজো কমিটিগুলিকে সম্মান প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয় আগেই। ‘মিশন কলাক্রান্তি’র উদ্বোধনও করেছেন রাজ্যপাল। গার্ডেনরিচ শিপবিল্ডার্স ও ইঞ্জিনিয়ার্সকে ‘দুর্গা ভারত পরম সম্মান’। সম্মানিত করা হয় পণ্ডিত অজয় চক্রবর্তীকে। চন্দ্রযানের সাফল্যের জন্য ইসরো এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কেও বিশেষ সম্মান জানান রাজ্যপাল।

বাংলার প্রানের উৎসবের সঙ্গে তিনি ও মিলেমিশে গিয়েছেন, প্রতিপদ থেকে ঠাকুর দেখতে বেরন তিনি। একাধিক মণ্ডপে যান রাজ্যপাল। ষষ্ঠীতে কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের মণ্ডপেও যান তিনি।


You might also like!