Festival and celebrations

1 year ago

Durga Puja 2023:ভাঙা কাঁচ দিয়ে তৈরি গোটা মণ্ডপ, কোথায় পাবেন এই চমক

Durga Puja 2023
Durga Puja 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সঙ্ঘশ্রী ক্লাবের ৫৭ তম বর্ষের এটাই এবার পুজোর থিম। ভাঙা কাঁচ দিয়ে গোটা মণ্ডপ সজ্জায় শিলিগুড়িবাসীকে চমক দিতে প্রস্তুত এই ক্লাব। ভেঙে যাওয়া মানে সব শেষ হয়ে যাওয়া। কিন্তু সেই ভাঙা জিনিস দিয়েই যে শুরু করা যায় সেটাই বোঝাতে চেয়েছেন এই থিম দিয়ে। হাতে আর মাত্র কয়েকটা দিন। পুজোর আগে তাই জোর কদমে প্রস্তুতি চলছে সঙ্ঘশ্রী ক্লাবে। শিলিগুড়ির অন্যতম  বড় বাজেটের পুজোগুলির মধ্যে সঙ্ঘশ্রী ক্লাব অন্যতম। এ বার তাদের পুজোর বাজেট ২২ লক্ষ টাকা।

সঙ্ঘশ্রী ক্লাবের মণ্ডপে ঢুকলেই মনে হবে যেন একটা মায়াবী পরিবেশে রয়েছেন । কাচের টুংটাং আওয়াজ,যেন একটা অদ্ভুত প্রশান্তি চারপাশে। গোটা মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে ভাঙা কাঁচের বোতল, ভাঙা কাঁচ দিয়ে। ভাঙা কাঁচেই দেখতে পাবেন বিভিন্ন শিল্পকলা ও নানা রঙের আলোর কাজ। তারই মাঝে সপরিবারে মা দুর্গার অধিষ্ঠান । ভাঙা কাঁচের মধ্যে দিয়েও যে শুরু করা যায় তারই প্রতিচ্ছবি ফুটে উঠবে মণ্ডপে। তার মধ্যে দিয়েও যে আলো আসতে পারে, সেটাই তুলে ধরা হয়েছে গোটা মণ্ডপ জুড়ে।

কম্পিটিশনের যুগে বহু মানুষ এখন হিনমন্যতায় ভুগছেন। তাঁদের অনুপ্রেরণা দেওয়ার জন্য এমন অভিনব ভাবনা সঙ্ঘশ্রী ক্লাবের। নিজের জেদ, ইচ্ছা এবং মনোবল দিয়ে বড় বাধা পেরনো সম্ভব। তাই যেখানে শেষ হয়ে যাচ্ছে সেখান থেকেই শুরুর পথ দেখাতে সঙ্ঘশ্রী ক্লাবের এবারের থিম ভাঙতে ভাঙতে সৃষ্টি এমন। তাদের অন্যতম সদস্য শৈবাল দত্ত বলেন, “আমরা প্রতি বছরই শহরবাসীকে নতুন কিছু দেখানোর চেষ্টা করি। এ বারও তার খামতি থাকছে না। সমস্ত মণ্ডপ পরিবেশবান্ধব জিনিস দিয়েই তৈরি করা হচ্ছে।

You might also like!