Festival and celebrations

1 year ago

Pujo service Kolkata Metro: কোন মেট্রো স্টেশনে নামলে কোন ঠাকুর দেখবেন?

Dura Idol (Symbolic Picture)
Dura Idol (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঢাকে কাঠি পড়তে আর কিছু দিনের মাত্র অপেক্ষা। আবারও শহর কলকাতা সেজে উঠবে পুজোর রঙে। তিলোত্তমার শ্রেষ্ঠ উৎসবে আলোর চাদরে মুড়ে যাবে রাস্তাঘাট। পুজোর হোডিংয়ে মুড়ে যাবে উত্তরের শ্যামবাজার থেকে শুরু করে গড়িয়াহাট। তবে এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় সেটি হল প্যান্ডেল হপিং। ইতিমধ্যেই শহরের বড় বড় পুজো মণ্ডপগুলি তাঁদের থিমের নাম ঘোষণা করে ফেলেছেন অনেকে। সাধারণ মানুষের প্যান্ডেল হপিংয়ের জন্য উত্তর থেকে দক্ষিণ জুড়ে রাখে যে পরিবহণ ব্যাবস্থা তা হল কলকাতা মেট্রো। আসুন দেখে নেওয়া যাক কোন মেট্রো স্টেশনে নেমে কোন ঠাকুর দেখবেন? 

১) বেলগাছিয়া মেট্রো স্টেশন

এই মেট্রো স্টেশনে নেমে আপনি দেখে নিতে পারেন মেট্রো রেলওয়ে আবাসিক সংঘ, টালা পার্ক, নতুন পল্লি প্রদীপ সংঘ, নেতাজি স্পোর্টিং, লেকটাউন অ্যাসোসিয়েশন, দমদম পার্ক ভারতচক্র, দমদম পার্ক তরুণ দল, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাতৃ প্রতিমা ও প্যান্ডেল। 

২) শ্যামবাজার মেট্রো স্টেশন


শ্যামবাজার মেট্রো স্টেশনে নামলে আপনি দেখতে পাবেন বাগবাজার সর্বজনীন, ফ্রেন্ডস ইউনিয়ন, জগত্‍ মুখার্জি পার্কের মতো বিখ্যাত পুজো মণ্ডপগুলি।

৩) শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন


শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন থেকে কিছুটা হাঁটলেই আপনি পেয়ে যাবেন আহিরীটোলা সর্বজনীন, বেনিয়াটোলা, কুমোরটুলি পার্ক, শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান সর্বজনীন, কাকুড়গাছি যুবকবৃন্দ, গৌরীবাড়ি সর্বজনীন, তেলেঙ্গাবাগান, চালতাবাগানের পুজো।

৪) গিরিশ পার্ক মেট্রো স্টেশন


গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নামলে দেখা যাবে শিমলা ব্যায়াম সমিতি, ৩৭ পল্লি, বিবেকানন্দ স্পোর্টিং, রবীন্দ্র কানন, পাথুরিয়াঘাটা পাঁচের পল্লি।

৫) মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশন


এম জি রোড মেট্রো স্টেশনে নামলে দেখতে পাবেন মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়্যার, শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব।

৬) সেন্ট্রাল মেট্রো স্টেশন


সেন্ট্রাল মেট্রো স্টেশনে নামলে আপনি দেখতে পাবেন সন্তোষ মিত্র স্কোয়্যার, সুবোধ মল্লিক স্কোয়্যার। 

৭)  চাঁদনি চক মেট্রো স্টেশন


চাঁদনি চক মেট্রো স্টেশনে নামলেই পৌঁছে যাওয়া যাবে তালতলা সর্বজনীনে।

৮) রবীন্দ্র সদন স্টেশন


রবীন্দ্র সদন স্টেশন থেকে পৌঁছে যাওয়া যাবে গোখেল স্পোর্টিং, চক্রবেরিয়া সর্বজনীনে।

৯) নেতাজি ভবন মেট্রো স্টেশন

নেতাজি ভবন মেট্রো স্টেশনে নামলে আপনি দেখতে পাবেন হরিশ পার্ক, ২২ পল্লি, ৭৬ পল্লি, রায় স্ট্রিট পার্ক, পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশন, সংঘমিত্রা, ভবানীপুর দুর্গোত্‍সব, ম্যাডক্স স্কোয়্যার, ভবানীপুর স্বাধীন সংঘ, পদ্মপুকুর বারোয়ারি সমিতি, ৭৫ পল্লি। 

১০) যতীন দাস পার্ক মেট্রো স্টেশন


যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের কাছে পড়বে ২৩ পল্লি, ফরওয়ার্ড ক্লাব, মৈত্রী মন্দির, বকুল বাগান সর্বজনীন দুর্গোত্‍সব।

১১) কালীঘাট মেট্রো স্টেশন


কালীঘাট মেট্রো স্টেশনে নামলে আপনি পেয়ে যাবেন দেশপ্রিয় পার্ক, সংঘশ্রী, সিংহি পার্ক, প্রসার নবডাঙা সংঘ, বাদামতলা আষাঢ় সংঘ, আদি লেক পল্লি, সমাজসেবী সংঘ, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, একডালিয়া এভারগ্রিনে।

১২) রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন


এই মেট্রো স্টেশনে নেমে আপনি দেখে নিতে পারেন নবপল্লি সংঘ, সুরুচি সংঘ, মুদিয়ালি, শিব মন্দির, তরুণ সংঘ পুজো মণ্ডপে।

১৩) মহানায়ক উত্তম কুমার 


মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে নেমে আপনি দেখতে পারেন অশোকনগর, অজেয় সংহতি, বড়িশা ক্লাব, পল্লি উন্নয়ন সমিতি, গ্রাহামস ল্যান্ড সর্বজনীন দুর্গোত্‍সব, পুটিয়ারি ক্লাব, ৪১ পল্লির মতো পুজো মণ্ডপগুলিতে।

১৪) নেতাজি মেট্রো স্টেশন


নেতাজি মেট্রো স্টেশন থেকে পৌঁছে যাওয়া যাবে পল্লি উন্নয়ন সমিতি, নেতাজি নগর সর্বজনীন দুর্গোত্‍সবের মণ্ডপে। 

১৫) মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন


মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন থেকে যাওয়া যাবে মৈত্রী পার্ক সর্বজনীন, রয়নগর উন্নয়ন সমিতিতে।

১৬) গীতাঞ্জলী মেট্রো স্টেশন


গীতাঞ্জলী মেট্রো স্টেশন থেকে যাওয়া যায় নাকতলা উদয়ন সংঘের পুজো মণ্ডপে।

১৭) কবি নজরুল মেট্রো স্টেশন


কবি নজরুল থেকে যাওয়া যাবে পঞ্চ দুর্গা এবং নব দুর্গার মণ্ডপে।




You might also like!