Festival and celebrations

11 months ago

Durga Puja 2023 : পুজোয় কোনও VIP ট্রিটমেন্ট নয়, সাফ বার্তা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোয় কোনও ভিআইপি ট্রিটমেন্ট চলবে না। দ্বিতীয়ার সন্ধ্যায় স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানিয়েছেন, লালবাতি গাড়ি নিয়ে ঠাকুর দেখতে গিয়ে যদি রাস্তা আটকানো হয়, তাহলে তিনি এই ব্যাপারে অ্যাকশন নেবেন। মমতার সাফ কথা, পুজোয় সাধারণ মানুষ যে ভাবে ঠাকুর দেখেন, সবাইকে সেই ভাবেই ঠাকুর দেখতে হবে। এবং রাস্তা খালি রাখতে হবে।

মহালয়ার পর থেকেই শহরের অধিকাংশ মণ্ডপ খুলে গিয়েছে। ক্রমাগতই ত্রাস সৃষ্টি করছে লেকটাউনের শ্রীভুমি। সেই জায়গা থেকেই এদিন মুখ্যমন্ত্রী জানান, এই সময় অনেক ভিআইপি পাইলট নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন। তাতে তাঁর কোনও আপত্তি নেই। কিন্তু তারজন্য যদি রাস্তার কোনও সমস্যা হয়, তা তিনি বরদাস্ত করবেন না।

এদিন আলিপুরের বডিগার্ড লাইনের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এবার কলকাতায় অনেক বিদেশি পর্যটক এসেছেন ঠাকুর দেখার জন্য। কলকাতা পুলিশকে তাঁর নির্দেশ, বিদেশি পর্যটকদের প্রতি বিশেষ খেয়াল রাখার। প্রয়োজনে তাঁদের নিয়ে যে বাস কলকাতায় ঘুরবে, তাতে আলাদা করে স্টিকার দিয়ে, রাস্তা গ্রিন চ্যানেল করে দেওয়ার।

এদিকে কলকাতা পুলিশ জানিয়েছে, দ্বিতীয়ার রাতে বাড়ি ফিরতে নাকাল হতে হয়েছে নিত্যযাত্রীদের। কারণ, উত্তর ও মধ্য কলকাতায় সন্ধের পর থেকে পুজোর ভিড় বাড়তে শুরু করে। মঙ্গলবারও এই পরিস্থিতি হবে বলেই আগাম জানিয়েছে কলকাতা পুলিশ।

You might also like!