Breaking News
 
Partha Chatterjee: মমতাকে বিস্ফোরক চিঠি পার্থর: 'অন্য অভিযুক্তদের পাশে দল থাকে, আমার ক্ষেত্রে ব্যতিক্রম কেন?' Amit Shah: 'সবাইকে খুঁজে বের করুন'! দিল্লি বিস্ফোরণ নিয়ে শাহের জরুরি বৈঠক, তদন্তে গতি বাড়ানোর নির্দেশ Delhi Blast: বিস্ফোরক তথ্য হাতে! লালকেল্লার চক্রীদের পরবর্তী নিশানায় ছিল দিওয়ালি, প্রজাতন্ত্র দিবস Patha Chatterjee: তিন বছর পর নিজের বাড়িতে পার্থ,ঘরে ঢুকতেই উঠল ‘জিন্দাবাদ’ স্লোগান—আবেগতাড়িত প্রাক্তন মন্ত্রী! Pakistan car blast: পাকিস্তানে জো়ড়া হামলা—ইসলামাবাদে প্রাণহানি ১২, খাইবারে পাক সেনার কনভয় হামলায় আহত ১৬! IPL 2025: সঞ্জু-জাডেজা ট্রেড ডিল পাকা? জল্পনা বাড়িয়ে RR অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা চেন্নাইয়ের

 

Festival and celebrations

2 years ago

First Love in Puja: প্রেমের প্রথম পুজো জমে উঠুক কিছু টিপসে! জানতে দেখুন

First Love during Puja (File Picture)
First Love during Puja (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটালঃ পুজো মানেই প্রেম। চোখে চোখ রেখে, হাতে হাত ধরে একসাথে প্যান্ডেল হপিং। আড্ডা, সিনেমা, খাওয়া দাওয়া রোম্যান্সতো আছেই। তবে যারা সদ্য প্রেমে পড়েছেন, এবং এটিই প্রথম পুজো, তাদের জন্য রইল কিছু টিপস। 

১) ষষ্ঠী থেকে দশমী, কিভাবে একসঙ্গে কাটাবেন তাঁর একটি পরিকল্পনা করে নিন। পরিকল্পনা দুজনে মিলে করবেন। এক্ষেত্রে দুজনের মতামতকেই সমানভাবে প্রাধান্য দিন। 

২) পরিকল্পনার সময় কিন্তু সমঝোতা করে নিন প্রয়োজনে। একটি সম্পর্কে অ্যাডজাসটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। 

৩) পুজোর পোশাকে সঙ্গীর সাথে মিলিয়ে পোশাক বাছুন। এতে দেখতে ভালো লাগে। 

৪) সঙ্গীর সঙ্গে দেখা করুন উপহার নিয়ে। সব সময় যে বড় উপহার দিতে হবে, তার কোনও মানেই নেই। প্রয়োজনে একটা গোলাপ ফুলও ম্য়াজিক করে যাবে।

৫) পুরুষদের বলছি, নিজের যদি গাড়ি থাকে, তাহলে তো প্রেমিকাকে অবশ্যই বাড়ি ছেড়ে আসবেন। অন্তত, প্রেমিকার পাড়া পর্যন্ত। আর যাদের গাড়ি নেই। তাঁরা বরং অ্যাপ ক্যাবের সাহায্য নিন। কিন্তু খেয়াল রাখুন সুরক্ষার ব্যবস্থাও।

৬) ঘুরতে বের হলে ছেলেরাই শুধু খরচ করবে, মেয়েরা নয়, এসব কিন্তু আজকাল আর চলে না। তাই খরচ করুন দুজনেই। 

You might also like!