Festival and celebrations

11 months ago

Durga puja 2023 : উৎসবের আবহে যত্রতত্র হোর্ডিংয় নয় হুঁশিয়ারি পুরসভার

Durga Puja Hording (Symbolic Picture )
Durga Puja Hording (Symbolic Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উৎসবের রঙে রঙিন হয়ে উঠছে শহর কালকাতা। তবে উৎসবের আবহে যত্রতত্র হোর্ডিংয়ের উপস্থিতি নিয়ে অভিযোগ করেন অনেক নাগরিক।হোর্ডিংয়ের জন্য বাড়ির জানলা খোলা যাচ্ছে না বলেও অভিযোগও ওঠে। দৃশ্যদূষণের অভিযোগ ঠেকাতে মঙ্গলবার কলকাতা পুরসভার নির্দেশিকায় হোর্ডিং-স‌ংক্রান্ত বিধিনিষেধ তুলে ধরা হয়েছে। পুর কর্তৃপক্ষের নির্দেশ, কোনও পুজো কমিটি মাটি থেকে ২০ ফুটের বেশি উঁচুতে হোর্ডিং বা ব্যানার লাগাতে পারবে না। বাসস্ট্যান্ড বন্ধ করে বা পথ-বিভাজিকার (ডিভাইডার) উপরে হোর্ডিং লাগানো যাবে না।বিজ্ঞাপন দফতরের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ দেবাশিস কুমারের ব্যাখ্যা, ‘‘পথ দুর্ঘটনা ঠেকাতে এটা করতেই হবে। নিরাপত্তায় ব্যাঘাত ঘটিয়ে পুজো করা যাবে না।’’

এই পুর নির্দেশিকা এ দিনই বিভিন্ন পুজো কমিটি তথা শহরের বেশির ভাগ পুজো কমিটির মঞ্চ ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর কাছে পৌঁছেছে। পুর কর্তৃপক্ষের তরফে আরও একটি নির্দেশ, প্রত্যেকটি পুজো কমিটি যেখান থেকে হোর্ডিং লাগানো শুরু করেছে এবং যেখানে শেষ করছে, তা চিহ্নিত করে নাম লিখতে হবে। পুরসভার তরফে দেবাশিসের ব্যাখ্যা, কমিটিগুলিকে নিজেদের হোর্ডিংয়ের বিষয়ে দায়বদ্ধ করতেই এই ব্যবস্থা। কারণ, পুজোর পরে অনেক কমিটিই নিজের হোর্ডিংয়ের দায়িত্ব নেয় না। কারা, কোথায় হোর্ডিং লাগিয়েছে, সেটা চিহ্নিত করা তাই জরুরি।এর পাশাপাশি পুজোর শেষে শহরের হোর্ডিং জঞ্জাল এবং হোর্ডিংজাত প্লাস্টিক বর্জ্য পড়ে থাকা নিয়েও উদ্বিগ্ন পুরকর্তারা।

You might also like!