Festival and celebrations

1 year ago

Raksha Bandhan Gift: রাখীবন্ধনের মরশুমে বোনের হাতে তুলে দিন সস্তার কিছু বিশেষ উপহার

Rakhi Bandhan Gift (Symbolic Picture)
Rakhi Bandhan Gift (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাখীবন্ধন বা ভাইফোঁটা মানেই ভাই ও বোনের সম্পর্কের এক অসাধারণ মেলবন্ধন। এমনিতে সারাবছর জুড়ে ভাই বোনের সম্পর্কে খুনসুটি লেগেই থাকে, তবে ভাইফোঁটা বা রাখীর দিন সব কিছু দুরে সরিয়ে রেখে একসাথে ভাই বোনেরা। সেক্ষেত্রে বোনেরা যেমন ভাই বা দাদাদেরকে রাখী পড়িয়ে তাঁদের মঙ্গল কামনা করেন, ঠিক তেমনই অপরদিকে ভাইদেরকেও বোন বা দিদিদের হাতে তুলে দিতে হয় কিছু উপহার। এটি একটি পরম্পরা যা চলে আসছে। তবে আর দেরি কেন, কথা না বারিয়ে এবার দেখে নেওয়া যাক রাখীর উপহার হিসেবে কি এমন দেওয়া যেতে পারে যা এক্কেবারে বাজেট ফ্রেন্ডলি এবং  যা পেলে খুশি হবেন আপনার বোন বা দিদি। 

পার্সোনালাইজড হট কাপ। পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাবেন। চাইলে নিজের কোনও সুন্দর ছবি তাতে ছাপিয়ে দিতে পারেন কিংবা এমন কোনও মিষ্টি মেসেজ যা আপনি আপনার বোন বা দিদিকে দিতে চান।

এমন জিনিস দিন যেটা কাজে লাগবে। যেমন সুন্দর পার্স বা ব্যাগ। এই দু’টি জিনিসই পাঁচশো টাকার মধ্যে ভালভাবে পেয়ে যাবেন। হ্যাঁ, ব্যাগ কিংবা পার্সের দাম আরও বেশি হতে পারে। কিন্তু পাঁচশো টাকার মধ্যেও ব্যবহারযোগ্য সুন্দর পার্স বা ব্যাগ পাওয়া যায়।

মাই গিফটি শপে কাঠের সুন্দর টেবিল টপ পেয়ে যাবেন। যাতে আবার যাকে দিচ্ছেন তার ছবি লাগানো যাবে। ৮ থেকে ৬ ইঞ্চি সাইজের নিলেই যথেষ্ট। তা পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাওয়া উচিত।

পারফিউম কাউকে দেওয়ার পক্ষে আদর্শ উপহার। যাকে বলে ‘সস্তায় পুষ্টিকর’। অনেক ভাল ভাল ব্র্যান্ডের পারফিউম রয়েছে যা পাঁচশো টাকার মধ্যে পাওয়া যায়। চাইলে ছোট্ট আতরের শিশিও দিতে পারেন। এতে আবার সাবেকিয়ানার ছাপ থাকবে।

পাঁচশো টাকার মধ্যে আর কী পাবেন? সুন্দর সুন্দর গয়না। কানের দুল, গলার হার অনায়াসেই পেয়ে যাবেন। তা না দিতে চাইলে সুন্দর গয়নার বাক্সও দিতে পারে। যাতে তাতে গয়না রাখা যায়। 

You might also like!