Festival and celebrations

1 year ago

Harmony with Goddess Durga: কন্যা সন্তান সুখের মুখ দেখবে মা দুর্গার সাথে সামঞ্জস্য পূর্ণ নামে

Goddess Durga (File Picture)
Goddess Durga (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সামনেই পুজো। কথিত আছে দেবীপক্ষের সূচনা লগ্নে কন্যা সন্তান জন্ম নিলে তার ওপর সদা মায়ের কৃপা দৃষ্টি বর্ষিত হয়। কন্যা অর্থাৎ কুমারি। কন্যা সন্তান বা মেয়ের মধ্যে মায়ের রূপকে বর্ণনা করার জন্য স্বামীজি বেলুড়ে শারদীয়া দুর্গা পুজোয় কুমারী পুজো শুরু করেন। দেবীর এমন কিছু নাম রয়েছে যা শুনতে যেমন ভালো লাগে ঠিক তেমনই এই নাম কন্যা সন্তানের নামকরণের সময় রাখলে সেখানে মায়ের কৃপা সদা বর্ষিত হয়। আসুন জেনে নেওয়া যাক এমন কিছু নাম, যা দেবীপক্ষে রাখলে আপনার কন্যার ভাগ্যচক্র বদলে দেবে। 

১) চণ্ডিকা- দেবী দুর্গার এক নাম হল দেবী 'চণ্ডিকা'। কন্যা সন্তানের নামকরণের সময় এই নামটি রাখতে পারেন, যা শিশুকে সৌভাগ্য এনে দেবে। চণ্ডিকা নামের অর্থ 'চাঁদের আর এক রূপ'। 

২) কন্যাকা- দেবীর পৃথক একটি নাম হল কন্যাকা। এই নামের অর্থ 'অল্প বয়সী কুমারী কন্যা। আর এই নামটি বেশ আধুনিক ও অনন্য। 

৩) অনিকা- মা দুর্গার এই ভিন্ন নামের অর্থ হল 'দেবীর অনুগ্রহ, প্রতিভা ও সৌন্দর্য'। আপনার কন্যা সন্তানটিকে এই নাম দিতে পারেন। 

৪) সরিতা - নদী বোঝাতে এই নাম ব্যাবহার করা হয়। দেবীর ভিন্ন যে নাম গুলি রয়েছে তাঁর মধ্যে এটিকে ধরা হয়। 

৫) সাত্ত্বিকী- দেবীকে সততার প্রতীক হিসেবেও ধরা হয়। আর দেবীর এই নামের অর্থ শুদ্ধতা। আপনার কন্যা সন্তানকে এই নাম দিতেই পারেন। 


You might also like!