Festival and celebrations

11 months ago

Durga Puja 2023: বিদেশের পুজোও পাবে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৩’জেনে নিন সব তথ্য

Durga Puja (File Picture)
Durga Puja (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০১৩ সাল থেকে শহর কলকাতা ও জেলার সেরা পুজোগুলিকে সম্মানিত করে রাজ্য সরকার। দেওয়া হয় ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’।তবে এবার বিদেশের দুর্গাপুজোকেও শারদ সম্মান দেবে নবান্ন। শনিবার সাংবাদিক বৈঠক করে জানালেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। আগামী ১৪ তারিখ পর্যন্ত অফলাই ও অনলাইনে মিলবে প্রতিযোগিতায় অংশগ্রহণের ফর্ম। অফলাইনে কোথায় কোথায় ফর্ম পাওয়া যাবে এবং অনলাইনে কোন সাইটে আবেদন করা যাবে, তাও জানিয়ে দিয়েছেন মন্ত্রী।

একাধিক বিভাগে বেছে নেওয়া হবে সেরা পুজোগুলিকে। এর মধ্যে রয়েছে-সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা ভাবনা, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশবান্ধব, সেরা সাবেকি, সেরা সমাজচেতনার পুজো, সেরা অন্য ভাবনা, বিশেষ পুরস্কার, সেরা ঢাকেশ্রী, সেরা বিশ্ববাংলা ব্র্যান্ডিং এবং সেরার সেরা। কলকাতা, দক্ষিণ দমদম পুরসভা, বিধাননগর ও বরানগর পুরসভার পুজোগুলি এই বিভাগের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

রাজ্যের বাইরে ও বিদেশের পুজোগুলিও বিশ্ব বাংলা সারদ সম্মান ২০২৩- প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। তবে তারা অনলাইনে আবেদন জানাবে। আবেদন জানানোর ওয়েবসাইটটি- www.egiyebangla.gov.in/www/wb.gov.in/https:/bbss.gov.in

১৪ অক্টোবর পর্যন্ত কলকাতা ও তার আশপাশের পুজোগুলি কলকাতা তথ্যকেন্দ্র থেকে আবেদনপত্র জমা করতে পারবে।মহাষষ্ঠীর দিন ঘোষিত হবে বিজয়ীদের নামের তালিকা।

You might also like!