Festival and celebrations

11 months ago

Durga Puja 2023 :শারদোৎসবকে কেন্দ্র করে ত্রিপুরার মন্দিরনগরী উদয়পুরের উদ্যোক্তাদের মধ্যে তৎপরতা তুঙ্গে

Durga Puja 2023
Durga Puja 2023

 

উদয়পুর (ত্রিপুরা) : হাতেগোনা আর কয়েক দিন পরই বাঙালির সর্বশ্রেষ্ঠ পার্বণ দুর্গা পূজা শুরু হতে যাচ্ছে। কিন্তু উদয়পুর মহকুমা এলাকায় পুজো কমিটিগুলো এখনও ঠিক মতো কাজ শুরু করতে পারছে না কারণ বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। এরই মধ্যে উদয়পুর বাজার সর্বজনীন কমিটি দুর্গোৎসবকে সামনে রেখে কাজ শুরু করে দিয়েছে।

পূজা কমিটির সম্পাদক চন্দন পাল, কমলজিৎ সাহা ও গৌতম চক্রবর্তী জানান, ৬৩ বছরে এই পুজো পদার্পণ করতে যাচ্ছে। এই পূজাকে সার্বিকভাবে ফ্লাওয়ার্স ক্লাব সহযোগিতা করে আসছে।

এ বছরের বাজেট ৩২ লক্ষ টাকা। থিম মাটির ঘরে মা। প্রতিমা তৈরি করছেন নবদ্বীপের রমেন পাল ও রঞ্জিত পাল। মণ্ডপ সজ্জায় মা মনসা ডেকোরেটর। আলোকসজ্জায় পঞ্চানন দেবনাথ‌ ও শ্রীরূপ ডেকোরেটর। পূজার চারদিন ভারত‌বিখ্যাত কলকাতার মহিলা ঢাকিদের নিয়ে আসা হবে। তাঁরা পূজার কয়েকদিন ঢাক বাজিয়ে মন জয় করবেন দর্শনার্থীদের। পঞ্চমীর দিন রাজ্যর অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহরায় এই পুজোর উদ্বোধন করবেন। থাকবে শ্রমিকদের মধ্যে বস্ত্র বিতরণ সহ নানা সামাজিক কর্মসূচি। এছাড়া পূজার কয়েক দিন ধরে থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। নবমীর দিন থাকবে অন্নভোগের আয়োজন। পূজা কমিটি সরকারি সমস্ত নিয়মনীতি মেনে কাজ করে চলেছে।

এদিকে ৫৮ বছরে পা রাখল দেশবন্ধু সংঘ। উদয়পুর-কাকড়াবন সড়কের পাশে কাঁকড়াবন হাসপাতাল চৌমুহনি এলাকায় রয়েছে এই ক্লাব। বহু সামাজিক কাজের সাথে দীর্ঘদিন ধরে নিয়োজিত রয়েছে এই ক্লাব। এ বছর ক্লাবের ৫৮ বছর পূর্তি হল। মৃৎশিল্পী মেলাঘরের নিদুরুদ্র পাল। প্যান্ডাল ও আলোকসজ্জায় সঞ্জয় ঘোষ। পূজা কমিটির সভাপতি বীরলাল দাশ ও সম্পাদক নেপাল দেবনাথ জানান, পঞ্চমীর দিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা এই পূজার উদ্বোধন করবেন। থাকবেন বিধায়ক অভিষেক দেবরায় ও বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ বিশিষ্ট সমাজসেবী। পূজার চারদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অষ্টমীর দিন থাকবে অন্নভোগের আয়োজন। এবারের পূজার থিম হচ্ছে দক্ষিণ ভারতের একটি মন্দিরের আদলে। পূজার চারদিন থাকবে নেশা বিরোধী আলোচনা, থাকবে গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ।

You might also like!