Festival and celebrations

10 months ago

Dakini Yogini in Kalipuja: বিধি মেনেই দেবী কালীর সাথে পুজিত হন ডাকিনী যোগিনী! এরা আসলে কারা জানেন?

Godess Kali with Dakini & Yogini (File Picture)
Godess Kali with Dakini & Yogini (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ ধন ত্রয়োদশী আর পরশু দীপান্বিতা কালীপুজো। ওই দিন দেবী কালীর সাথেই পুজো পাবেন ডাকিনী এবং যোগিনী। যাদের হামেশাই সাধারণ মানুষ দেখতে পান দেবীর দুই পাশে। কিন্তু অনেকেরই অজ্ঞাত এই ডাকিনী যোগিনী আসলে কারা? 

পুরাণ বলছে, এই ডাকিনী যোগিনী আসলে দেবীর আবরণ দেবতা বা অনুচর। যাদের বিধি মেনে পুজো করা হয় দেবীর সাথে। অপরদিকে ভাষা ও শব্দের দিকে খেয়াল করলে জানা যায়, ডাক শব্দের অর্থ হল জ্ঞান। ফলে ডাকিনী আদতে কোনও জ্ঞানী নারীকে বোঝাতেই ব্যবহৃত হয়ে থাকে। অন্যদিকে যোগিনী কথাটি এসেছে যোগ বা যোগী শব্দ থেকে। অর্থাৎ যিনি শক্তির উপাসক বা অনুচর। 

এছাড়া ভিন্নমতানুসারে, গৌড়বঙ্গে মা কালীর যে রূপ এখন পূজিত হয় সেটা সহজ তান্ত্রিক আন্দোলন যা পাল যুগে ঘটেছিল সেই সময় এসেছে। এই আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন নারোপা এবং নিগুডাকিনী। মনে করা হয় এরা বাঙালির যে তন্ত্র ধর্ম আছে তার অতন্দ্র প্রহরী। ফলে আবহমানকাল ধরেই এর আছে।

You might also like!