Festival and celebrations

1 month ago

Chhat Puja 2024: ছটপুজোর সূচনা, কালিন্দী কুঞ্জে বিষাক্ত ফেনার মধ্যেই আচার অনুষ্ঠান ভক্তদের

Chhat Puja 2024
Chhat Puja 2024

 

নয়াদিল্লি, ৫ নভেম্বর : দিল্লিতে যমুনা নদীর জল এখনও বিষাক্তই, মঙ্গলবার সকালেও দিল্লির কালিন্দী কুঞ্জে যমুনার জলে ভেসে বেড়ালো বিষাক্ত সাদা ফেনা। আর এই বিষাক্ত ফেনার মধ্যেই ছোটপুজোর আচার অনুষ্ঠান করলেন ভক্তরা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ছটপুজো উৎসব উদযাপন।

বিগত বেশ কিছু দিন ধরেই যমুনার জল বিষাক্ত হয়ে উঠেছে, আশা করা হচ্ছিল, ছটপুজোর সময় সম্ভবত এমন পরিস্থিতি থাকবে না। কিন্ত, মঙ্গলবার সকালেও যমুনার জল 'বিষাক্ত', আর এই দূষিত জলেই ভক্তরা ছটপুজোর রীতি ও আচার অনুষ্ঠান পালন করলেন।

You might also like!