Festival and celebrations

1 month ago

Old Woman's Chocolate Bomb: কালীপুজোয় বুড়িমার চকলেট বোম তো কেনেন! আদতে বুড়িমা কে জানেন?

Burimar Chocolate Bomb
Burimar Chocolate Bomb

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কালীপুজো মানেই আলোর উৎসব। আর এই আলোর উৎসব বাজি ছাড়া যেন কোনমতে সম্পূর্ণই হয়না। তবে  সেই বাজির দুনিয়ায় অনেকটা জায়গা জুড়ে রয়েছে “বুড়িমার চকলেট বোম”। বর্তমানে পুজোয় শব্দবাজি নিষিদ্ধ করেছে সরকার। শব্দ বাজি ফাটালে হতে পারে জেলও। সে যাই হোক, বাঙালির মন জুড়ে আছে জনপ্রিয় ব্যান্ড “বুড়িমার চকলেট বোম”।

কে এই  বুড়িমা?

সকলের কাছে পরিচিত 'বুড়িমা'-এর আসল নাম অন্নপূর্ণা দাস। তিনি বাংলাদেশর ফরিদপুর জেলায়  জন্মগ্রহণ করেছিলেন। দেশভাগের সময় ওপার বাংলা থেকে এপার বাংলায় আসেন। দেশভাগের পর আশ্রয়  নেয় পশ্চিম দিনাজপুরের ধলদিঘী সরকারি ক্যাম্পে। স্বামীকে হারানোর পর শুরু হয় তাঁর জীবনের নতুন সংগ্রাম। এক সময় তিনি সব্জি ব্যবসাও করেছিলেন। এরপর গঙ্গারামপুর থেকে তিনি বেলুড়ে চলে আসেন এবং শুরু করেন বিড়ি বাঁধাইয়ের কাজ। ন'শো টাকার বিনিময়ে তিনি একটি দোকানও কিনে ছিলেন সে সময়। একসময় রং থেকে প্রতিমা- সব কিছুরই ব্যবসা করেছেন এই মহিলা। এরপরই একদিন ভেবে বসেন বাজির ব্যবসা করার কথা। যেমন ভাবনা তেমন কাজ, বাজি কিনে নিয়ে এসে দোকান সাজালেন। তবে অনুমতি না থাকায় পুলিশ এসে সেই দোকান ভেঙে দেয়।

তবে বুড়িমা ওরফে অন্নপূর্ণা দাস দমে যাওয়ার পাত্রী নন। এবার তিনি অনুমতি নিয়ে বিক্রি শুরু করেন। এভাবেই তিনি একদিন বাজি তৈরি করার সিদ্ধান্ত নেন। তবে বাজি বাঁধতে তিনি পারতেন না। সেই কাজে তাঁকে সহায়তা করেন বাঁকুড়ার আকবর আলির।এর পরই  তিনি করে ফেললেন এক বাজিমাত! বাজারে আসলো নতুন ব্র্যান্ড 'বুড়িমা'। চারিদিকে বুড়িমা চকলেট বোমের আওয়াজ ছড়িয়ে পড়লো। পরবর্তীতে ডানকুনিতে জমিকিনে রমরমিয়ে ব্যবসা শুরু করে ছিলেন।  বর্তমানে তিনি না থাকলেও আজ মানুষের মুখে রয়ে গেছে 'বুড়িমা চকলেট'-এর নাম।

You might also like!