Festival and celebrations

1 year ago

Amarnath Yatra 2023 : ১ জুলাই বার্ষিক অমরনাথ যাত্রার সূচনা, ৬২ দিনের তীর্থযাত্রার সমাপ্তি এই বছরের ৩১ আগস্ট

Amarnath yatra
Amarnath yatra

 

শ্রীনগর, ৩০ জুন : বছরভর প্রতীক্ষার অবসান হতে চলেছে শনিবার, চলতি বছরের অমরনাথ যাত্রা শুরু হচ্ছে শনিবার, ১ জুলাই থেকে। ৬২ দিনের তীর্থযাত্রা চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁও এবং গান্ডেরওয়াল জেলার বালতাল থেকে অমরনাথ যাত্রা শুরু হবে ১ জুলাই। তীর্থযাত্রা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অমরনাথ যাত্রা শুরু হওয়ার প্রাক্কালে, শুক্রবার ভোরে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে অনন্তনাগ জেলার পহেলগাঁও এবং গান্ডেরওয়াল জেলার বালতালের উদ্দেশে রওনা হয়েছেন অমরনাথ যাত্রা পুণ্যার্থীদের প্রথম ব্যাচ। জম্মু বেস ক্যাম্প যাত্রী নিবাস থেকে অমরনাথ যাত্রা তীর্থযাত্রীদের প্রথম ব্যাচকে পতাকা দেখিয়ে রওনা করেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা।

এবারের অমরনাথ যাত্রায় পুণ্যার্থীদের নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়টিকেও অত্যধিক গুরুত্ব দেওয়া হয়েছে। ডিআরডিও-র দ্বারা নির্মিত হাসপাতালে ইতিমধ্যেই উদ্বোধন করা হয়েছে, এই হাসপাতাল থাকার ফলে জরুরি সময়ে চিকিৎসা সুবিধা পাবেন পুণ্যার্থীরা। বালতাল এবং চন্দনওয়ারি হাসপাতালগুলিকে সর্বাধুনিক সরঞ্জামে সজ্জিত করা হয়েছে।

পাশাপাশি জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি (এনটিসিপি)-র অধীনে অমরনাথ যাত্রাকে তামাকমুক্ত ঘোষণা করা হয়েছে। আবার পুণ্যার্থীদের খাবার নিয়ে কিছু নিষেধাজ্ঞা জারি করেছে অমরনাথ তীর্থযাত্রা পরিচালন বোর্ড। কোন কোন খাবার নেওয়া অথবা খাওয়া যাবে না, তার একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। ফাস্ট ফুড, নরম পানীয়, জিলিপি, হালুয়ার মতো মিষ্টি, পুরী এবং ছোলা ভাটুরার মতো তৈলাক্ত খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে অমরনাথ বোর্ড। পুণ্যার্থীদের স্বাস্থ্যের কথা ভেবেই এই ধরনের খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে তাঁরা।


You might also like!