Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Festival and celebrations

2 years ago

Mumbai:বিষাদের সুর মহারাষ্ট্রে, মুম্বইয়ে ৮৩ হাজার ছোট-বড় গণেশ মূর্তির বিসর্জন

Abandonment of 83,000 small and big Ganesha idols in Maharashtra, Mumbai
Abandonment of 83,000 small and big Ganesha idols in Maharashtra, Mumbai

 

মুম্বই, ২৯ সেপ্টেম্বর  : মুম্বই সহ সমগ্র মহারাষ্ট্রে ভগবান গণেশকে জাঁকজমকভাবে বিদায় জানানো হচ্ছে। শুক্রবার সকাল ৯টা নাগাদ লালবাগের গণেশ মূর্তির বিসর্জন অত্যন্ত ভক্তির সহকারে করা হয়েছে। ভক্তরা তাদের প্রিয় গণেশকে গণপতি বাপ্পা মোরিয়া, আসছে বছর আবার হবে, বলে বিসর্জন দেয়। শুক্রবার মুম্বইয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে ৮৩ হাজার ছোট-বড় গণেশ মূর্তির বিসর্জন সম্পন্ন হয়েছে। পুণে শহরে ভক্তরা উৎসাহের সঙ্গে বাদ্যযন্ত্র বাজিয়ে ভগবান গণেশের বিসর্জন করে। বৃহস্পতিবার সকাল থেকেই মুম্বইয়ে গণেশ বিসর্জন শুরু হয়। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ লালবাগের গণপতির বিসর্জনের যাত্রা শুরু হলেও কয়েক কিলোমিটারের রাস্তা অতিক্রম করতে ২৩ ঘন্টা সময় পেরিয়ে যায়।

বহু স্থানে লালবাগের গণেশ মূর্তির দর্শনে ভিড় জমায় জনগণ। শুক্রবার সকাল ৮টা নাগাদ লালবাগের রাজা যখন গিরগাঁও চৌপাটিতে পৌঁছন, তখন লক্ষ লক্ষ মানুষ হাত তুলে গণেশকে দর্শন করেন। সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ লালবাগের রাজাকে সমুদ্রে বিসর্জন দেওয়া হয়। ওয়ারলি, গিরগাঁও চৌপাট্টি, জুহু চৌপাট্টি, মার্ভ সহ মুম্বইয়ের সর্বত্র ঘাটে গণেশ ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সমস্ত গণেশ ভক্তরা ঢোল তাশার তালে ভগবান গণেশকে নাচিয়ে বিসর্জনের স্থানের দিকে এগিয়ে যান। বিসর্জন উপলক্ষ্যে মুম্বই শহরের প্রতিটি কোণায় প্রায় ২০ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল। সেজন্য কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারেনি।


You might also like!