Festival and celebrations

1 year ago

Mumbai:বিষাদের সুর মহারাষ্ট্রে, মুম্বইয়ে ৮৩ হাজার ছোট-বড় গণেশ মূর্তির বিসর্জন

Abandonment of 83,000 small and big Ganesha idols in Maharashtra, Mumbai
Abandonment of 83,000 small and big Ganesha idols in Maharashtra, Mumbai

 

মুম্বই, ২৯ সেপ্টেম্বর  : মুম্বই সহ সমগ্র মহারাষ্ট্রে ভগবান গণেশকে জাঁকজমকভাবে বিদায় জানানো হচ্ছে। শুক্রবার সকাল ৯টা নাগাদ লালবাগের গণেশ মূর্তির বিসর্জন অত্যন্ত ভক্তির সহকারে করা হয়েছে। ভক্তরা তাদের প্রিয় গণেশকে গণপতি বাপ্পা মোরিয়া, আসছে বছর আবার হবে, বলে বিসর্জন দেয়। শুক্রবার মুম্বইয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে ৮৩ হাজার ছোট-বড় গণেশ মূর্তির বিসর্জন সম্পন্ন হয়েছে। পুণে শহরে ভক্তরা উৎসাহের সঙ্গে বাদ্যযন্ত্র বাজিয়ে ভগবান গণেশের বিসর্জন করে। বৃহস্পতিবার সকাল থেকেই মুম্বইয়ে গণেশ বিসর্জন শুরু হয়। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ লালবাগের গণপতির বিসর্জনের যাত্রা শুরু হলেও কয়েক কিলোমিটারের রাস্তা অতিক্রম করতে ২৩ ঘন্টা সময় পেরিয়ে যায়।

বহু স্থানে লালবাগের গণেশ মূর্তির দর্শনে ভিড় জমায় জনগণ। শুক্রবার সকাল ৮টা নাগাদ লালবাগের রাজা যখন গিরগাঁও চৌপাটিতে পৌঁছন, তখন লক্ষ লক্ষ মানুষ হাত তুলে গণেশকে দর্শন করেন। সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ লালবাগের রাজাকে সমুদ্রে বিসর্জন দেওয়া হয়। ওয়ারলি, গিরগাঁও চৌপাট্টি, জুহু চৌপাট্টি, মার্ভ সহ মুম্বইয়ের সর্বত্র ঘাটে গণেশ ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সমস্ত গণেশ ভক্তরা ঢোল তাশার তালে ভগবান গণেশকে নাচিয়ে বিসর্জনের স্থানের দিকে এগিয়ে যান। বিসর্জন উপলক্ষ্যে মুম্বই শহরের প্রতিটি কোণায় প্রায় ২০ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল। সেজন্য কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারেনি।


You might also like!