Breaking News
 
IPL 2025: সঞ্জু-জাডেজা ট্রেড ডিল পাকা? জল্পনা বাড়িয়ে RR অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা চেন্নাইয়ের ISL: আইএসএলের ভাগ্য ঝুলে, সমাধানে আজ সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে ফেডারেশন West Bengal government :আর গাফিলতি নয়! সরকারি প্রকল্পে 'জিয়ো ট্যাগিং' বাধ্যতামূলক করে নির্দেশিকা জারি করল অর্থ দফতর PM Modi:ভুটান থেকে দিল্লি বিস্ফোরণ নিয়ে কড়া বার্তা মোদির: 'ষড়যন্ত্রকারীরা কেউ রেহাই পাবে না' Delhi blast: গ্রেপ্তারির ভয়? মূল পাণ্ডার ছবি প্রকাশ, গাড়িতে চেপে ফিদায়েঁ হামলা চালিয়েছে দিল্লি বিস্ফোরণের মাস্টারমাইন্ড Mamata Banerjee:কেন্দ্রের স্বীকৃতিতে শ্রেষ্ঠ 'যাত্রী সাথী': বাংলার এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

 

Festival and celebrations

2 years ago

Kolkata Metro Service: ৬/৬ !পুজোর ছ’দিনে ৬ কোটি টাকা আয় মেট্রোর

Kolkata Metro  Service (File Picture)
Kolkata Metro Service (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোয় যাত্রী পরিবহণ থেকে মেট্রোর আয় হয়েছে ৬.১২ কোটি টাকা। এর মধ্যে টোকেন এবং স্মার্ট কার্ড বিক্রি ছাড়াও রিচার্জের অঙ্ক রয়েছে বলে মেট্রো সূত্রের খবর। এর মধ্যে শুধু উত্তর-দক্ষিণ মেট্রোতেই সফর করেছেন ৩৯ লক্ষ ৪৬ হাজার ৯৪৫ জন। ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ওই একই সময়ে যাত্রী সংখ্যা ছিল ২ লক্ষ ১৬ হাজার ৫৮১। পঞ্চমী এবং ষষ্ঠী মিলিয়ে জোকা-তারাতলা মেট্রোর যাত্রী সংখ্যা ছিল ১৮০৭।

মোট আয়ের মধ্যে উত্তর-দক্ষিণ মেট্রো থেকে ৫ কোটি ৭৯ লক্ষ টাকা, ইস্ট-ওয়েস্টের ক্ষেত্রে ৩২.৮৬ লক্ষ টাকা এবং জোকা মেট্রো থেকে ২৬ হাজার ৪৬০ টাকা আয় হয়েছে। যাত্রী পরিবহণের নিরিখে সব চেয়ে বেশি যাত্রী হয়েছে দমদম স্টেশনে, ৩ লক্ষ ৮৪ হাজার ৮৫৭ জন। তার পরেই রয়েছে কালীঘাট স্টেশন। সেখান দিয়ে ৩ লক্ষ ৬৮ হাজার ৮৩০ জন যাত্রী যাতায়াত করেছেন বলে জানিয়েছেন মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

You might also like!