Entertainment

4 months ago

Raghav-Parineeti:"তোমাকে শুধু টিভিতেই দেখা যায়", তবে কি রাঘব-পরিণীতির দাম্পত্যে ভাঙন?

Raghav-Parineeti
Raghav-Parineeti

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বারংবারই খবরের শিরোনামে উঠে আসে সেলিব্রিটিদের দাম্পত্য জীবনের ভাঙনের কাহিনী। কান পাতলেই শোনা যাচ্ছে, শ্রদ্ধা কাপুরের সঙ্গে রাহুল মোদির বিচ্ছেদের কথা। শুধু তাই নয়, আদিত্য রায় কাপুরের সঙ্গেও বিচ্ছেদ হয়ে গিয়েছে অনন্যা পাণ্ডের। তবে কি এবার সেই দাম্পত্য জীবনে ভাঙন ধরছে রাঘব-পরিণীতির জীবনে? 

গত বছর সেপ্টেম্বরে দীর্ঘদিনের প্রেমিক তথা কনিষ্ঠতম আপনেতা রাঘব চাড্ডাকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। রাজস্থানের একটি বিলাসবহুল রিসোর্টে বিবাহ করেন তাঁরা। সম্প্রতি অভিনেত্রী তাঁর স্বামীর পার্লামেন্টের একটি ভিডিও পোস্ট করে লেখেন, একমাত্র ভিডিওতেই তিনি তাঁকে দেখতে পাচ্ছেন। টিভিই রাঘবকে দেখার তাঁর একমাত্র মাধ্যম।
রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা এখন ভারতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ন্যূনতম বয়স বর্তমান ২৫ বছর থেকে ২১ বছর কমানোর জন্য একটি শক্তিশালী মামলা করেছেন। সেই ভিডিওই ইনস্টাগ্রামে পোস্ট করে নিজের অনুভূতি ব্যক্ত করলেন পরিণীতি চোপড়া। আসলে পরিণীতি চোপড়া দিল্লি থেকে অনেক দূরে আছেন। তাই মনের কথা জানালেন তিনি যে, টিভির মাধ্যমেই স্বামীকে দেখতে পাচ্ছেন। বুধবার, পরিণীতি তাদের ‘দীর্ঘ দূরত্ব’ সম্পর্কের মধ্যে রাঘবের সংসদ ভাষণ লাইভ দেখছেন একটি ভিডিও শেয়ার করতে ইনস্টাগ্রামে গিয়েছিলেন। সেখানে তিনি লিখেছেন, “সংসদ টিভিতে লাইভ শো দেখা থেকে শুরু করে তার সংসদের বক্তৃতা দেখা পর্যন্ত – কে জানত? মাইল দূর থেকে তাকে দেখার একমাত্র উপায়!” তিনি তার ক্যাপশনে ‘লং ডিসট্যান্স’ হ্যাশট্যাগ যোগ করেছেন।

You might also like!