Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Entertainment

1 month ago

Shah Rukh Khan: ‘বুড়ো হাড়েই খেলা হবে’— শাহরুখের ‘কিং’ লুকে নতুন চমক, নেটপাড়ায় ঝড়!

Shah Rukh Khan King
Shah Rukh Khan King

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ধুসর চুল ও দাড়িতে পাক ধরেছে, চোখে রোদচশমা, আর পিঠে ব্যাগ নিয়ে এক বিদেশী রাস্তায় হেঁটে চলেছেন শাহরুখ খান। কড়া নিরাপত্তার মাঝে 'কিং' ছবির শুটিং করছেন বলিউড বাদশা। এই নতুন লুকে তাকে একনজরে চেনা কঠিন। ৬০ বছর বয়সী অভিনেতার এই নতুন মারকাটারি লুকের ছবি ভাইরাল হতেই ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে উঠেছে।

সম্প্রতি, ‘কিং’-এর সেট থেকে ফাঁস হয়েছে ভাইরাল এই ছবি। আর সেটা দেখেই ‘জওয়ান’-এর পর আবারও ‘কিং’-এর শাহরুখের প্রবীণ লুক দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। যদিও নির্মাতাদের তরফে বাদশার কিং অবতার নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সাম্প্রতিক ভাইরাল এই ছবি দেখে ভক্তমহল উত্তেজনায় ফুটছে, তা বলাই বাহুল্য।

শাহরুখ খানের ‘কিং’ সিনেমার ঘোষণার পর থেকেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে। প্রায়শই এই ছবি নিয়ে নতুন নতুন খবর সামনে আসে। বিশেষ করে এর তারকাখচিত কাস্টিং নিয়ে দর্শকদের আগ্রহ অনেক। শোনা যাচ্ছে, এই বিগ বাজেটের ছবিতে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি এবং অনিল কাপুরের মতো বড় মাপের অভিনেতাদের দেখা যাবে। কয়েক মাস আগে শাহরুখ তার ট্যাটু করা পেশি দেখিয়েছিলেন, যা নিয়েও বেশ আলোচনা হয়েছিল।

এই সিনেমার অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করতে গিয়েই গতমাসে গুরুতর চোট পান বাদশা। যার জন্যে হাতে ব্যান্ডেজ নিয়েই সম্প্রতি ছেলে আরিয়ান খানের ডেবিউ সিরিজের প্রচারে অংশ নিয়েছিলেন। খবর, আগামী এক মাস শাহরুখ খানকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অতঃপর পুরোপুরি সুস্থ হয়ে তবেই সেটে ফিরবেন। অগত্যা পিছিয়ে গিয়েছে এই পর্বের শুটিং শিডিউলও। জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসের শেষের দিক কিংবা অক্টোবর মাসের মাঝামাঝি ‘কিং’ ছবির শুটিং শুরু হবে। যদিও কিং খানের টিমের তরফে এখনও পর্যন্ত কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি।

প্রসঙ্গত , ‘কিং’ ছবিতে কেমন চরিত্রে দেখা যাবে কিং খানকে? এই জল্পনা বহুদিনের। ঘনিষ্ঠ সূত্রে খবর, এই স্পাই থ্রিলারে গোয়েন্দার ভূমিকায় বাদশাকন্যা থাকছেন। আর তার ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যাবে শাহরুখকে। যিনি রহস্য সমাধানে সুহানাকে সাহায্য করবেন। চলতি বছরের মে মাস থেকেই ‘কিং’ ছবির শুটিং শুরু হয়েছে। মেগাবাজেট ছবি মুক্তি পাবে ২০২৬ সালে। শোনা যাচ্ছে, দীপিকা পাড়ুকোনকে ক্যামিও রোলে দেখা যেতে পারে। আর সুহানার মায়ের ভূমিকায় থাকতে পারেন রানি মুখোপাধ্যায়। এহেন ডাকসাইটে কাস্টিংয়ের জেরে বক্স অফিসে কাঁপন ধরার সম্ভাবনা প্রবল।


SRK spotted on the sets of King
byu/WolfAffectionatefk inBollyBlindsNGossip

You might also like!