Breaking News
 
Droupadi Murmu : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দীপাবলির শুভেচ্ছা Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায়

 

Entertainment

6 days ago

Bihar Election 2025: সুশান্তের আবেগ নিয়েই রাজনীতির ময়দানে, বিধানসভা ভোটে লড়ছেন তাঁর বোন দিব্যা!

Sushant Singh Rajput's cousin Divya Gautam
Sushant Singh Rajput's cousin Divya Gautam

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিহারের বিধানসভা নির্বাচনের প্রার্থীতালিকায় বড় চমক দেখা দিয়েছে। এবারের নির্বাচনী ময়দানে অন্যতম হেভিওয়েট প্রার্থী হচ্ছেন দিব্যা গৌতম, যিনি প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বোন। ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ে সুশান্তের রহস্যমৃত্যু দেশব্যাপী শোক ও আলোচনার জন্ম দিয়েছিল। তাঁর প্রয়াণ বিহারের রাজনৈতিক মঞ্চেও বড় প্রভাব ফেলেছিল। সেই ঘটনার পর এবার ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে বামপক্ষের হয়ে প্রার্থী করা হল তাঁর ছোট বোন দিব্যাকে।

সোমবারই দলের তরফে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে দিব্যা গৌতমের নাম ঘোষণা করা হয়েছে। পাটনা দিঘা বিধানসভা কেন্দ্র থেকে সিপিএমের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন প্রয়াত অভিনেতার মামাতো বোন। জানা গিয়েছে, দিব্যা বরাবর পড়াশোনার পাশাপাশি সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থেকেছেন। দাদা সুশান্তের মৃত্যুর পরও ন্যায়বিচারের দাবিতে সরব হতে দেখা গিয়েছিল তাঁকে। ছাত্র রাজনীতিতে আইসার হয়ে যথেষ্ট পরিচিত মুখ ছিলেন। এবার সেই প্রাক্তন আইসা নেত্রীকেই পাটনার দিঘা বিধানসভা কেন্দ্রে প্রার্থী করল বিহারের সিপিআইএম লিবারেশন (ভাকপা-মালে)। সূত্রের খবর, বুধবার মনোনয়ন জমা দেবেন তিনি। 

প্রসঙ্গত, পাটনা কলেজে সাংবাদিকতা নিয়ে পড়াশুনো করেছেন দিব্যা গৌতম। তিনি জার্নালিজম ও মাস কমিউনিকেশনে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেছেন। পাটনার উইমেন’স কলেজে সহকারী অধ্যাপক হিসেবেও নিযুক্ত ছিলেন। এবার সরাসরি রাজনীতির ময়দানে পা রাখলেন সুশান্ত সিং রাজপুতের ছোট বোন। ভোটে লড়ার ঘোষণা দিয়ে দিব্যা হুঁশিয়ার করেছেন, “আজকের রাজনীতি দেশের ধনীদের হাতের পুতুল হয়ে গেছে, সাধারণ মানুষের কথা কেউ শোনে না।” পাশাপাশি সমাজ পরিবর্তনের ডাক দিয়েছেন তিনি। দিব্যা গৌতম জানিয়েছেন, তিনি মানুষের পাশে দাঁড়াতে চান, বিশেষ করে যুব সমাজের কর্মসংস্থান, শিক্ষা ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে চান। তাঁর স্পষ্ট বার্তা, “আমি কোনো দলের হয়ে রাজনীতি করতে আসিনি, আমি মানুষের জন্য কাজ করতে চাই।” ভাকপা-মালে দলের পক্ষ থেকেও জানানো হয়েছে, দিব্যা গৌতমের মতো সাহসী ও শিক্ষিত নেত্রীকে সামনে রেখে তারা সমাজে নতুন বার্তা পৌঁছে দিতে চায়।

You might also like!